হাবলের চোখে মহাকাশের পটে রঙের খেলা

মহাকাশ

বিজ্ঞানচিন্তা প্রতিবেদক

এজি কারনি, হাবলের চোখে আমাদের গ্যালাক্সির সবচেয়ে উজ্জ্বল তারা

হাবলের চোখে অ্যান্টেনা গ্যালাক্সি, শিল্পীর নানা রঙের তুলির ছোঁয়া যেন

ইগল নেবুলার এই ছবি দেখে মনে হয়, ইগল পাখিটি যেন উঠে দাঁড়িয়েছে

ওরিয়ন তারামণ্ডলের হর্সহেড নেবুলা। গ্যাসের বর্ণিল সমারোহ।

আওয়ার গ্লাস নেবুলা। নীহারিকা দেখে মনে হয় ঠিক যেন বালুঘড়ি!

হাবল টেলিস্কোপের তোলা বিখ্যাত 'পিলার অব ক্রিয়েশন'। ইগল নেবুলার এ অঞ্চলের ছবি দেখা যায় গ্যাসের দৃষ্টিনন্দন বর্ণিলতা।

নক্ষত্রের জন্মের এই ভিন্ন ধাঁচের ছবিটি ২০০২ সালের ৩০ এপ্রিল তোলা হয়েছে।