৩৩তম আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে চারটি ব্রোঞ্জ পদক পেয়েছেন বাংলাদেশ দল।
গত ১০ জুলাই আর্মেনিয়ার ইয়েরেভানে শুরু হয় আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের ৩৩তম আসর। ১৭ জুলাই আয়জিত হয় এই অলিম্পিয়াডের সমাপনী অনুষ্ঠান। সেদিনই ঘোষিত হয় বাংলাদেশের চার ব্রোঞ্জজয়ীর নাম।
বিজয়ীরা হলেন রাজধানীর এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কু্লের শিক্ষার্থী রায়ান রহমান, নটর ডেম কলেজের শিক্ষার্থী খন্দকার ইশরাক আহমদ, আলফ্রেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাহসিন শান লিওন ও স্কলাস্টিকা স্কু্লের শিক্ষার্থী ফাইয়াদ আহমেদ।
এ বছর আঞ্চলিক ও জাতীয় জীববিজ্ঞান উৎসব, জাতীয় বায়োক্যাম্প ও অনাবাসিক ট্রেনিং ক্যাম্পের মাধ্যমে বাছাই করে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডের চার সদস্যের বাংলাদেশ দল গঠিত হয়।
২০১৬ সাল থেকে আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিচ্ছে বাংলাদেশ। তবে দলের সবার পদক জয়ের ঘটনা এই প্রথম।