‘দ্য বার্ড’ ফটোগ্রাফি প্রতিযোগিতা

যে কোনো দেশ থেকে সব বয়সের পেশাদার-অপেশাদার ফটোগ্রাফাররা অংশ নিতে পারেন। এ বছর প্রায় ২০ হাজার ছবি জমা পড়েছে নির্বাচনের জন্য। সেখান থেকে পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সেরা ছবিগুলো নিয়ে আজকের ফটোফিচার।
রক টার্মিগান পাখি

পৃথিবীতে পশুপাখির যতগুলো বৈচিত্র্যময় দল আছে তার মধ্যে পাখি অন্যতম। পাখিপ্রেমীরা ক্যামেরাবন্দি করেন সেই সব বৈচিত্র্যময় ছবি। সেই ছবি নিয়েই প্রতিবছর আয়োজিত হয় ‘দ্য বার্ড’ ফটোগ্রাফি প্রতিযোগিতা। এতে যে কোনো দেশ থেকে সব বয়সের পেশাদার-অপেশাদার ফটোগ্রাফাররা অংশ নিতে পারেন। এ বছর প্রায় ২০ হাজার ছবি জমা পড়েছে নির্বাচনের জন্য। সেখান থেকে পুরস্কারপ্রাপ্ত বাছাই করা সেরা ছবিগুলো নিয়ে আজকের ফটোফিচার।

সামগ্রিকভাবে বিজয়ী

রক টার্মিগান পাখির ছবিটি তোলা হয়েছে নরওয়ের নর্ডল্যান্ড থেকে। এই এলাকাটি অধিকাংশ সময় থাকে তুষারাবৃত। ছবিটি তুলেছেন এরলেন্ড হারবার্গ। রক টার্মিগানের বৈজ্ঞানিক নাম ল্যাগোপাস মুটা (Lagopus muta)

ছবির ডিটেলিংয়ে স্বর্ণপদক  

যুক্তরাজ্যের ফকল্যান্ড দ্বীপ থেকে কিং পেঙ্গুইনের ছবিটি তোলা হয়েছে। ছবিতে চোখ ও কানের চারপাশের বিবরণ তুলে ধরেছেন আলোকচিত্রী অ্যাণ্ডি পোলার্ড। কিং পেঙ্গুইনের বৈজ্ঞানিক নাম এপ্টেনোডাইটস প্যাটাগোনিকাস (Aptenodytes patagonicus)।

কিং পেঙ্গুইন
স্যালোস টুরাকো

পাখির ওড়ার দৃশ্যে ব্রোঞ্জপদক

কেনিয়ার মাসাই মারা থেকে স্যালোস টুরাকো পাখির ছবিটি তুলেছেন অ্যারন ব্যাগেনসটস। এই পাখিরা অধিকাংশ সময় কাটায় গহিন জঙ্গলে। এরা অত্যন্ত দ্রুত উড়তে পারে। এই পাখির বৈজ্ঞানিক নাম টাউরাকো স্কোলাউয়ি (Tauraco schalowi)।   

পোট্রেটে স্বর্ণপদক

পুরুষ সেইজ গ্রোসের এই বিরল ছবিটি তুলেছেন লাই ড্যাং। সাধারণত নারী সেইজ গ্রোসকে আকৃষ্ট করতে পাখিগুলো এই আকার ধারণ করে। এদের বৈজ্ঞানিক নাম সেন্ট্রেসাকোস ইউরেফেইজিয়ানোস (Centrocercus urophasianus)। 

সেইজ গ্রোস
বেগুনি টুরাকোস
ডাবল-ক্রেস্টেড করমোরান্ট

পোট্রেটে ব্রোঞ্জপদক

বেগুনি টুরাকোস পাখিরা খুব লাজুক হয়। এদের ক্যামেরা বন্দি করাটাও সহজ কাজ নয়। সেই অনন্য কাজটি করেছেন রিচার্ড ফ্ল্যাক। টুরাকো দম্পতির এই ছবিটি তোলা হয়েছে দক্ষিন আফ্রিকার কোয়াজুলু-নাটাল থেকে। এদের বৈজ্ঞানিক নাম গ্যালেরেক্স পোরফেরিওলেফিস (Gallirex porphyreolophus)।

সাদা-কালোতে স্বর্ণপদক

একটি ডাবল-ক্রেস্টেড করমোরান্ট পাখি মাছের ঝাঁকের দিকে ড্রাইভ বা লাফ দিচ্ছে। ছবিটি মেক্সিকো থেকে ক্যামেরাবন্দি করা হয়েছে। সাদা-কালো এই ছবিটির জন্য স্বর্ণপদক পেয়েছেন হেনলি স্পিয়ার্স। পাখিটির বৈজ্ঞানিক নাম ন্যানোপ্টেরাম আরাইটাস (Nannopterum auritus)।

সূত্র: সায়েন্স ফোকাস