জীবজন্তুর মজার রাজ্যে

টম সুলাম ও পল জয়োনসনের উদ্দ্যোগে আয়োজিত কমিডি ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফি প্রতিযোগিতায় এ বছর মোট ৪২ টি মজার ছবিকে পুরষ্কৃত করা হয়। বিশ্বজুড়ে ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফাররা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে মজার সব ছবি তুলেছেন। সেখান থেকে ১০টি ছবি পাঠকদের জন্য তুলে ধরা হলো। 

আমি হাসছি। দেখো আমার দাঁতগুলো কত সুন্দর! আর্থার টেল থিমেন মেডিটেরিয়ান প্যারোটফিশ মাছের ছবিটি তুলেছেন ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে। এর বৈজ্ঞানিক নাম Sparisoma cretense। এদেরকে পূর্ব অ্যাটলান্টিক, সেনেগাল, পর্তুগাল ও স্পেনে পাওয়া যায়।
ইনসাইডার ডট কম
এসো লুকোচুরি খেলি। ডোয়র্ফ মঙ্গুজ বা বামন বেজির এই ছবিটি কেনিয়া থেকে তুলেছেন আসফ সেরেথ । মঙ্গুজের বৈজ্ঞানিক নাম Helogale hirtula। এদের পাওয়া যায় আফ্রিকা, ইথোপিয়া, কেনিয়া ও সোমালিয়ায়।
ইনসাইডার ডট কম
নিজেদের মধ্যে গোপন কথা চালাচালি করছে দুটি সিংহ। ছবিটি তুলেছেন কালাহারি মরুভূমি থেকে বার্নহার্ড এস্টেরার। সিংহের বৈজ্ঞানিক নাম Panthera leo। এদের আফ্রিকা ও এশিয়ায় পাওয়া যায়।
ইনসাইডার ডট কম
আমাকে সেলফি তুলতে দাও। নামিবিয়ার জাতীয় উদ্যান থেকে জিরাফের ছবিটি তুলেছেন মার্কন টুক। জিরাফের বৈজ্ঞানিক নাম Giraffa camelopardalis। আফ্রিকা এদের বাসস্থান।
ইনসাইডার ডট কম
আকাশ ভেঙে পড়লে পা দিয়েই ঠেকিয়ে দেব। চার্লি ডেভিডসন রেকুনের ছবিটি তুলেছেন ভার্জিনিয়া থেকে। এর বৈজ্ঞানিক নাম Procyon lotor। এদের পাওয়া যাআমেরিকা, কানাডা, জার্মান, ফ্রান্স ও আর্জেন্টিনায়।
ইনসাইডার ডট কম
পোজ দিয়ে দাঁড়িয়েছি। তাড়াতাড়ি ছবি তোল। এই ব্রাউন বেয়ারের ছবিটি আলাস্কা থেকে তুলেছেন এরিক ফিশার। এর বৈজ্ঞানিক নাম Ursus arctos। এদের এশিয়া, রাশিয়া, কানাডা ও আমেরিকায় পাওয়া যায়।
ইনসাইডার ডট কম
আমাকে কেউ খুঁজে পাবে না! ফিনল্যান্ড থেকে ব্রাউন বেয়ারের এই ছবিটি তুলেছেন ইসা রিংবম। এর বৈজ্ঞানিক নাম Ursus arctos। এদের পাওয়া যায় এশিয়া, রাশিয়া, কানাডা ও আমেরিকায়।
ইনসাইডার ডট কম
শীতে শুধু ঘুম পায়। মেরুভাল্লুকের ছবিটি নরওয়ে থেকে তুলেছেন জ্যাক পোলার্ড। এর বৈজ্ঞানিক নাম Ursus maritimus। এদের উত্তর মেরুর বিভিন্ন যায়গায় পাওয়া যায়।
ইনসাইডার ডট কম
হায় আমার পোড়া কপাল! রয়েল বেঙ্গল টাইগারের ছবিটি ভারতের জাতীয় উদ্যান থেকে তুলেছেন জগদ্বীপ রাজপুত। রয়েল বেঙ্গলের বৈজ্ঞানিক নাম Panthera tigris tigris। এদের সাধারণত বাংলাদেশ, ভারত, মায়ানমার, নেপাল ও ভূটানে পাওয়া যায়।
ইনসাইডার ডট কম
কী আনন্দ আকাশে বাতাস! হাতির ছবিটি ভারতের জাতীয় উদ্যান থেকে তুলেছেন জগদ্বীপ রাজপুত। এশিয়ান হাতির বৈজ্ঞানিক নাম Elephas maximus। এদের পাওয়া যায় ভারত, বাংলাদেশ, মায়ানমারসহ এশিয়ার অনেকগুলো দেশে।
ইনসাইডার ডট কম