বাংলার অবহেলিত সৌন্দর্যের খোঁজে

বই: বাংলার বনফুল, লেখক: নওয়াজেশ আহমেদ, প্রকাশক: সাহিত্য প্রকাশ পৃষ্ঠা: ২২৯ দাম: ৬০০ টাকা

আকন্দ ফুলে ভিমরুলের গুঞ্জন যেমন শুনেছেন রূপসী বাংলার কবি জীবনানন্দ দাশ। ইছামতী নদীর চড়ায়, পথের দুই পাশে বুনো ফুলের সৌন্দর্য গদ্যের ক্যানভাসে এঁকেছেন পথের কবি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। প্রকৃতিকে এভাবে সূক্ষ্ম দৃষ্টিতে দেখা, আপাতদৃষ্টে গুরুত্বহীন বুনো গুল্মলতাকে সাহিত্যের পাতায় তুলে আনার কাজটা শুরু করেছিলেন রবীন্দ্রনাথ, সেই ধারা শরৎ হয়ে সর্বোচ্চ সৌন্দর্যে বিকশিত হয়েছে জীবনানন্দের কবিতায় এবং বিভূতিভূষণের উপন্যাসের ছত্রে ছত্রে। কিন্তু বিজ্ঞানে? বাংলার বুনো ফুল, গুল্মলতা নিয়ে কাজটা শুরু করেছিলেন অধ্যাপক দ্বিজেন শর্মা। শুধু বৈজ্ঞানিক তত্ত্ব আর তথ্যের সঙ্গে বুনো ফুলের আসল সৌন্দর্যও যদি উঠে আসে রঙিন ছবিতে, তাহলে সোনায় সোহাগা। সেই কাজই করেছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী নওয়াজেশ আহমেদ। ফটোগ্রাফার হিসেবে সর্বমহলে পরিচিত হলেও তাঁর আসল পরিচয় উদ্ভিদ জিনতত্ত্ববিদ। নিজের শখ আর পেশার অপূর্ব সমন্বয়ের প্রতিফলন ঘটিয়ে বাংলার বনফুল নামের এই চিরায়ত বইয়ের জন্ম দিয়েছেন। এ জন্য বন্ধুকে সঙ্গে নিয়ে নিভৃত পল্লিতে, বনে-পাহাড়ে, গিরি-কন্দরে, খাল-বিলের কিনারে, নদীর চড়ায় ঘুরে বেড়িয়েছেন ভ্যাগাবন্ডের মতো। এ জন্য অনেকে তাঁকে পাগল ঠাওরেছেন, বিদ্রূপ করেছেন, কিন্তু সেসব তুচ্ছ-তাচ্ছিল্য উপেক্ষা করে, বনফুলের পাপড়িতে, পরাগে-রেণুতে ক্যামেরার লেন্স ফোকাস করেছেন। তারপর সেসব অবহেলিত ফুলের বৈজ্ঞানিক ব্যবচ্ছেদসহ শুনিয়েছেন সেগুলোর রোমান্টিক সব গল্প।

সেসব ছবি, সেসব গল্প যখন ছাপার অক্ষরে প্রকাশ হয়েছে আর্ট পেপারের চকচকে কাগজে, তখন দুই মলাটের ভেতর বাংলার সেই অবহেলিত সৌন্দর্যের ক্যানভাসই যেন উঠে আসে পাতায় পাতায়। শুধু বনফুলের বর্ণনা, বৈজ্ঞানিক নামের ঝনঝনানিই নয়, এর সঙ্গে চিরায়ত বাংলার যোগসাজশ, সেগুলো সম্পর্কে তৈরি নানা মুখরোচক গল্পও লেখক তুলে এনেছেন এই বইয়ে। সব মিলিয়ে বইটি যেমন বাংলার অবহেলিত বুনো ফুলের বৈজ্ঞানিক দলিল, তেমনি চোখধাঁধানো চিত্রকর্ম এবং চিরায়ত সাহিত্যের এক অপূর্ব মিশেল যেন।

সম্পূর্ণ রঙিন ছাপা, মোটা আর্ট পেপার, চমৎকার লেমিনেশন—সব মিলিয়ে মন ভালো করা বইটির নামানুসারে দামটা বরং হাতের নাগালে। ২২৯ পৃষ্ঠার বইটির দাম রাখা হয়েছে ৬০০ টাকা। পাওয়া যাবে দেশের সব বুকস্টলে এবং অনলাইন প্ল্যাটফর্মে।

এক নজরে

বই: বাংলার বনফুল

লেখক: নওয়াজেশ আহমেদ

প্রকাশক: সাহিত্য প্রকাশপৃষ্ঠা: ২২৯

দাম: ৬০০ টাকা