বিজ্ঞান ও গণিতের অগ্রপথিকেরা

ব্রিটিশ আমলের কথা। তখনও দেশভাগ হয়নি। ঢাকার মোহাম্মদপুরে হঠাৎ দেখা দিল এক ভয়ংকর রোগ—কালাজ্বর। তাবড় তাবড় ইংরেজ ডাক্তারাও ভ্যাবাচাক্যা খেয়ে গেলেন এই রোগ নিয়ে। কোন ওষুধেই কাজ হয় না। ৭০ বছরের চেষ্টাতেও পাওয়া গেল না কোনো কূলকিনারা। অবশেষে এক বাঙালী বিজ্ঞানীর হাত ধরে আবিষ্কৃত হলো এ রোগের কার্যকর চিকিৎসা। তিনি উপেন্দ্রনাথ ব্রহ্মচারী।

এদিকে এক্স-রের জনক উইলিয়াম রন্টজেন যে বাল্যকালে ছিলেন দুষ্টুমির রাজা। দুষ্টুমির কারণে ছাড়তে হয়েছিল স্কুল। তারপর কীভাবে সেই দুষ্ট ছেলেটি আবিষ্কার করলো চিকিৎসার এক অনন্য উপায়? কীভাবে পেলেন ইতিহাসের প্রথম নোবেল পুরস্কার? এই সব উত্তর পেতে হলে পড়তে হবে বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ৪ বইটি।

বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ৪, লেখক: রাগিব হাসান, প্রচ্ছদ: সাজু, প্রকাশক: আদর্শ, পৃষ্ঠা: ১৩২, দাম: ৩২০ টাকা।

জানেন কি, আজ থেকে ১২০০ বছর আগে বাগদাদে বসে এক ৪০ বছরের বুড়ো আবিষ্কার করেছিলেন আজকের গণিতের ভিত্তি অ্যালজেবরা বা বীজগণিত? বা খলিফা হারুন-অর-রশীদ যুদ্ধ জয় করে ধনসম্পদ নয়, পেতে চাইতেন শুধু বই। কীভাবে বা একজন সাধারণ গৃহিণী থালাবাসন ধোয়ার কষ্ট থেকে বাঁচতে তৈরি করেছিলেন ডিশওয়াশার? গল্পগুলো বেশ আকর্ষণীয় মনে হচ্ছে না? এখানেই শেষ নয়। এই বই পড়ে জানতে পারবেন একজন আদিবাসী ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে কীভাবে আবিষ্কার করেছিলেন কুইনাইন বা বিজ্ঞানী ফাওলবার্গই। কিংবা কীভাবে নিজের অজান্তে আবিষ্কার করে বসেছিলেন চিনির চেয়ে ৫০০ গুণ মিষ্টি স্যাকারিন? এরকম চমৎকার ১১টি বিজ্ঞান ও প্রযুক্তির গল্প নিয়ে সাজানো হয়েছে বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ৪ বইটি।

লেখক রাগিব হাসান তাঁর বাচ্চাদের প্রায়ই বিজ্ঞানের গল্প শোনাতেন। একদিন তাঁর ইচ্ছে হলো সেই গল্পগুলোই সাধারণ পাঠকদের কাছে পৌঁছে দেওয়ার। এরই ধারাবাহিকতায় লিখেছেন বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ১, ২ । এবার অমর একুশে বইমেলায় প্রকাশিত হয়েছে বিজ্ঞানীদের কাণ্ডকারখানা ৪। এই খণ্ডে আরও আছে আকাশজয়ী রাইট ভ্রাতৃদ্বয় আর মহাকাশের প্রাচীন এক মায়াডাকের রহস্যভেদ করা বিজ্ঞানী পেনজিয়াস ও উইলসনের কাহিনী। করোনা ভাইরাস জয় করা কয়েকজন মানুষকে নিয়েও আছে দুটি বড় কাহিনী। এবারের খণ্ডটা তাই নানাদিক থেকে বিজ্ঞান ও গণিতের অগ্রযাত্রার জয়গাঁথা। এই বই পড়ে শিশু, কিশোর বা তরুণ-তরুণীরা বিজ্ঞানীর প্রতি আরও আকৃষ্ট হবে, সে আশা করাই যায়।

সারা দেশের বুকশপগুলোতে মিলবে বইটি। এছাড়া ঘরে বসে অর্ডার করা যাবে বিভিন্ন অনলাইন বুকশপেও।