ফার্মিং ফিউচার বাংলাদেশ-বিজ্ঞানচিন্তা
‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’

তরুণদের মাঝে বিজ্ঞান জনপ্রিয় করার লক্ষ্যে ফার্মিং ফিউচার বাংলাদেশ ও বিজ্ঞানচিন্তা যৌথভাবে আয়োজন করতে যাচ্ছে ফার্মিং ফিউচার বাংলাদেশ-বিজ্ঞানচিন্তা ‘ইয়ুথ ফর সায়েন্স ২০২২’। তিনটি ক্যাটাগরিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ আয়োজনে অংশগ্রহণ করতে পারবে।

রচনা প্রতিযোগিতা

ফটোগ্রাফি প্রতিযোগিতা

কুইজ প্রতিযোগিতা

রচনা প্রতিযোগিতা

বিষয়: খাদ্য ও পুষ্টি নিরাপত্তায় প্রযুক্তি

লেখা জমা দেওয়ার শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২

নিয়মাবলি

  • রচনা লেখার ভাষা হবে বাংলা/ইংরেজি। লেখা সর্বোচ্চ ৫০০ শব্দের মধ্যে হতে হবে।
  • রচনা গুগল ড্রাইভ, ই-মেইলে কিংবা ডাকযোগে পাঠানো যাবে।
  • গুগল ড্রাইভে ও ই-মেইলে পাঠানোর জন্য ইউনিকোডে টাইপ করে পাঠাতে হবে, ছবি তুলে পাঠানো যাবে না।
  • হার্ডকপি পাঠালে হাতের লেখা অবশ্যই স্পষ্ট হতে হবে। কাগজের এক পৃষ্ঠায় লিখতে হবে।
  • ই-মেইল বা ডাকযোগে পাঠালে নিজের নাম, ফোন নম্বর, ইমেইল, বিশ্ববিদ্যালয়ের নাম, যোগাযোগের ঠিকানা ইত্যাদি তথ্য অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
  • একজন সর্বোচ্চ একটি রচনা পাঠাতে পারবেন। কেউ যদি একাধিক রচনা পাঠান অথবা কোনো অসদুপায় অবলম্বন করেন, তবে তার ফলাফল বাতিল বলে গণ্য করা হবে।

ফটোগ্রাফি প্রতিযোগিতা

বিষয়: কৃষিতে উদ্ভাবন ও উন্নয়ন

ছবি জমা দেওয়ার শেষ সময়: ২০ সেপ্টেম্বর ২০২২

নিয়মাবলি

  • মোবাইল বা ডিজিটাল ক্যামেরায় ছবি তুলে পাঠানো যাবে (ভালো রেজ্যুলেশন হতে হবে)।
  • ছবি গুগল ড্রাইভে, ই-মেইলে কিংবা ডাকযোগে প্রিন্ট কপি পাঠানো যাবে।
  • গুগল ড্রাইভে ও ই-মেইলে জেপেগ (jpg), পিএনজি (png) ফরম্যাটে পাঠানো যাবে।
  • ই-মেইল বা ডাকযোগে পাঠালে নিজের নাম, ফোন নম্বর, ইমেইল, বিশ্ববিদ্যালয়ের নাম, যোগাযোগের ঠিকানা ইত্যাদি তথ্য অবশ্যই পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে।
  • একজন সর্বোচ্চ একটি ছবি পাঠাতে পারবেন। কেউ যদি একাধিক ছবি পাঠান অথবা কোনো অসদুপায় অবলম্বন করেন, তবে তার ফলাফল বাতিল বলে গণ্য করা হবে।

কুইজ প্রতিযোগিতা

বিষয়: বিজ্ঞান, প্রযুক্তি ও কৃষিবিজ্ঞান সংশ্লিষ্ট নানাবিধ বিষয়

নিবন্ধন শুরু: ১৫ সেপ্টেম্বর ২০২২

প্রতিযোগিতার তারিখ ও সময়: ২৫ সেপ্টেম্বর ২০২২, বিকেল ৪টা

পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন

  • ইন্টারনেট সংযোগ আছে এমন ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব) থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।
  • প্রশ্ন প্রণয়ন করা হবে বাংলায়।
  • প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য চারটি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরটি নির্বাচন করতে হবে।
  • কুইজে মোট ৩০টি প্রশ্ন থাকবে। সময় ২০ মিনিট।
  • স্কোর একই হলে বিজয়ী নির্বাচনে উত্তর প্রদানের ক্ষেত্রে সর্বনিম্ন সময় বিবেচনা করা হবে।

কুইজের জন্য বিশেষ সতর্কতা

  • কুইজ শুরু করার পর শেষ না করা পর্যন্ত ব্রাউজারে অন্য কোনো ট্যাব ওপেন করা যাবে না। মানে, কুইজ চলাকালীন স্ক্রিন থেকে কোনোভাবে সরা যাবে না, মিনিমাইজ করা যাবে না।
  • যদি কেউ স্ক্রিন থেকে সরে যায় বা অন্য কোনো ট্যাব ওপেন করে, সে ক্ষেত্রে কুইজ ফরমটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে।
  • একজন একবারই কুইজে অংশগ্রহণ করতে পারবেন। কেউ যদি একাধিকবার কুইজে অংশ নেন অথবা কোনো অসদুপায় অবলম্বন করেন, তবে তার ফলাফল বাতিল করা হবে।

অংশগ্রহণ পদ্ধতি

  • নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। এই ফরমে গিয়ে প্রথমেই আপনার দরকারি তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
  • এরপর হোম পেজ থেকে নির্দিষ্ট বাটনে ক্লিক করে প্রতিযোগিতায় অংশগ্রহণ করা যাবে।

প্রাথমিক ফলাফল ঘোষণা

বিজ্ঞানচিন্তার ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। এতে রচনা ও ফটোগ্রাফি প্রতিযোগিতায় সেরা ১০ ও কুইজ প্রতিযোগিতায় সেরা ৭০-এর নাম ঘোষণা করা হবে।

সমাপণী অনুষ্ঠান ও পুরস্কার প্রদান

চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে অক্টোবরে। এ অনুষ্ঠানে রাজধানী ঢাকায় সেরাদের আমন্ত্রণ জানানো হবে। চূড়ান্ত ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের তারিখ, সময় এবং স্থান অনলাইনে ঘোষণা দেওয়া হবে।

রচনা প্রতিযোগিতা: সেরা ১০ জনকে আমন্ত্রণ জানানো হবে

ফটোগ্রাফি প্রতিযোগিতা: সেরা ১০ জনকে আমন্ত্রণ জানানো হবে

কুইজ প্রতিযোগিতা: সেরা ৭০ জনকে আমন্ত্রণ জানানো হবে। তাঁদেরকে অনস্পট একটি কুইজ প্রতিযোগিতায় অংশ নিতে হবে। সে অনুযায়ী সেরা ৩ জনকে নির্বাচিত করা হবে।

পুরস্কার

রচনা প্রতিযোগিতা

১ম পুরস্কার

২০ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

২য় পুরস্কার

১২ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

৩য় পুরস্কার

৮ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

বিশেষ পুরস্কার

১ম, ২য়, ৩য়-সহ সেরা ১০ জনের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে থাকবে—

  • বই
  • বিজ্ঞানচিন্তার ৬ মাসের সাবস্ক্রিপশন
  • কিশোর আলোর ৬ মাসের সাবস্ক্রিপশন
  • চলতি ঘটনার ৬ মাসের সাবস্ক্রিপশন
  • চরকির ১ মাসের সাবস্ক্রিপশন
  • টি-শার্ট
  • ব্যাকপ্যাক
  • সার্টিফিকেট

ফটোগ্রাফি প্রতিযোগিতা

১ম পুরস্কার

২০ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

২য় পুরস্কার

১২ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

৩য় পুরস্কার

৮ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

বিশেষ পুরস্কার

১ম, ২য়, ৩য়-সহ সেরা ১০ জনের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে থাকবে—

  • বই
  • বিজ্ঞানচিন্তার ৬ মাসের সাবস্ক্রিপশন
  • কিশোর আলোর ৬ মাসের সাবস্ক্রিপশন
  • চলতি ঘটনার ৬ মাসের সাবস্ক্রিপশন
  • চরকির ১ মাসের সাবস্ক্রিপশন
  • টি-শার্ট
  • ব্যাকপ্যাক
  • সার্টিফিকেট

কুইজ প্রতিযোগিতা

১ম পুরস্কার

১২ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

২য় পুরস্কার

৮ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

৩য় পুরস্কার

৫ হাজার টাকা, ক্রেস্ট, সার্টিফিকেট ও বিজ্ঞানবাক্স

বিশেষ পুরস্কার

১ম, ২য়, ৩য়-সহ সেরা ১০ জনের জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় পুরস্কার। এর মধ্যে থাকবে—

  • বই
  • বিজ্ঞানচিন্তার ৬ মাসের সাবস্ক্রিপশন
  • কিশোর আলোর ৬ মাসের সাবস্ক্রিপশন
  • চলতি ঘটনার ৬ মাসের সাবস্ক্রিপশন
  • চরকির ১ মাসের সাবস্ক্রিপশন
  • টি-শার্ট
  • ব্যাকপ্যাক
  • সার্টিফিকেট

এছাড়াও সেরা সব প্রতিযোগীর জন্য ফার্মিং ফিউচার বাংলাদেশ এর সৌজন্যে বিশেষ গিফট বক্স থাকবে।