আমরা চারপাশে যে নানা রঙের বস্তু দেখি, তা কি কোনোভাবে বর্ণালির ওপর নির্ভরশীল?
আমরা চারপাশে যে বিভিন্ন রঙের জিনিস দেখি, তা ঠিক সেই অর্থে বর্ণালির ওপর নির্ভরশীল নয়। কোনো বস্তুর ওপর আলো পড়লে যদি সেই বস্তু শুধু সবুজ রং প্রতিফলিত করে এবং অন্য ছয়টি রং শুষে নেয়, তাহলে আমরা সেই বস্তুটিকে সবুজ রঙের দেখি। আর যদি সবগুলো রশ্মি শুষে নেয়, কোনো রং প্রতিফলিত না করে, তখন সেই বস্তুকে কালো রঙের দেখি।
প্রিতম বিশ্বাস, সাতক্ষীরা সরকারি উচ্চবিদ্যালয়