সময়ের কি কোনো প্রকারভেদ রয়েছে?
সময়ের ঠিক প্রকারভেদ বলতে যা বোঝায়, তেমন কিছুর কথা জানা যায় না। তবে আপেক্ষিক সময় আছে। কিন্তু পরম সময়, যেটা অপরবর্তনশীল, তেমন সময়ের কথা আগে ভাবতেন বিজ্ঞানীরা। এখন আর এটা চলে না।
ইনান মাহমুদ, দশম শ্রেণি, বরিশাল জিলা স্কুল, বরিশাল