ধোঁয়া পাক খেয়ে ওপরে ওঠে কেন?

প্রশ্ন :

আমরা কোনো কিছু পোড়ালে তাতে অক্সিজেনের অভাবে ধোঁয়া উৎপন্ন হয়। এই ধোঁয়া কেন পাক খেয়ে ওপরের দিকে ওঠে?

কোনো কিছু পোড়ালে সেখানে যদি পর্যাপ্ত অক্সিজেন না থাকে, তাহলে ধোঁয়া উৎপন্ন হয়। এই ধোঁয়া হলো আগুনের তাপে গরম ছাইয়ের কণামিশ্রিত বাতাস। গরম বাতাসের ঘনত্ব কম। আশপাশের বাতাস তুলনামূলক ঠান্ডা। এ সময় গরম হালকা বাতাস ওপরের দিকে উঠে যায় এবং চারপাশ থেকে ঠান্ডা বাতাসের প্রবাহ সৃষ্টি হয়। ফলে এক অর্থে চারপাশের ঠান্ডা বাতাস দ্রুত ছুটে এসে গরম বাতাসকে ওপরের দিকে ঠেলে দেয়। তখন গরম বাতাস কুণ্ডলী পাকিয়ে ওপরের দিকে উঠে যায়।

আতিক হাসান, এসএসসি পরীক্ষার্থী, টেপিবাড়ী উচ্চবিদ্যালয়, ভূঞাপুর, টাঙ্গাইল।