তিন মাত্রার বাইরে কি আর কোনো মাত্রা আছে?

প্রশ্ন :

আমরা ১ মাত্রা, ২ মাত্রা ও ৩ মাত্রা সম্পর্কে জানি এবং তা পরিমাপও করতে পারি। এর বাইরে আর কোনো ডাইমেনশন বা মাত্রা আছে কি? সেটা কি পরিমাপ করা সম্ভব?

তুমি শুধু স্থানের মাত্রা বা ডাইমেনশনের কথা ভেবেছ। এর বাইরে সময়ও একটা মাত্রা। বোধ করি, তুমি এসবের বাইরের মাত্রার কথা ভেবেছ। তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিয়েছ। আমরা এর বাইরে আর কোনো মাত্রা পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে এখন পর্যন্ত জানি না। স্ট্রিং থিওরি এবং কালুজা ও ক্লাইনের প্রণীত নকশাগুলোতে এ রকম আরও ডাইমেনশন বা মাত্রার অবতারণা করা হয়। আমরা তার প্রমাণ আজও পাইনি। বিজ্ঞানচিন্তার আগের সংখ্যাগুলোতে এ নিয়ে লেখা আছে।

রুদ্রজিত প্রামাণিক, বিবি হিন্দু একাডেমি, রাজশাহী