ভয় পেলে পা কাঁপে কেন?

প্রশ্ন :

ভয় পেলে পা কাঁপে কেন?

ভয় পেলে শুধু পা কাঁপে না, বুকও কাঁপে। হৃৎস্পন্দনের হার বেড়ে যায়। ভয়ের কারণটা যদি এমন হয় যে আমার বিরাট ক্ষতি হয়ে যেতে পারে, তাহলে তো আত্মরক্ষার একটা প্রস্তুতি দরকার। এই প্রস্তুতির ব্যাপারটা প্রায় স্বয়ংক্রিয়ভাবে হয়। ভয় দুই ধরনের হতে পারে। একটা শারীরিক ক্ষতির ভয়, অন্যটা মানসিক ভয়। প্রথমত, যদি শারীরিক আঘাতের ভয় থাকে, তাহলে সহজ উপায় হলো দৌড়ের প্রস্তুতি। তাই পায়ের পেশিগুলো টান টান হয়। ফলে পায়ে একধরনের কাঁপুনি সৃষ্টি হতে পারে। আর যদি মান–অপমানের ভয় বা ক্লাসে স্যারের বকুনি শোনার ভয় হয়, তাহলে বুক ঢিপঢিপানি শুরু তো হবেই! তবে যদি শারীরিক অসুস্থতা, যেমন হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কিংবা হৃদ্‌রোগ প্রভৃতি থাকে, তাহলে হৃৎস্পন্দন বা হার্ট রেট বাড়তে পারে। এর প্রতিকারের জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে।