বস্তুর গতি বাড়লে কি তাপমাত্রা বাড়ে?

প্রশ্ন :

বস্তুর গতি বাড়লে কি তার তাপমাত্রা বাড়ে?

কোনো বস্তুর তাপমাত্রা বাড়ে, যখন তার ভেতরের অণু–পরমাণুগুলোর গতি বাড়ে। কণাগুলো শক্তি অর্জন করলে তাদের গতি বাড়ে, ফলে শক্তি আরও বাড়ে। এর ফলে কণাগুলোর গতি আরও বাড়ে। এভাবে ওই বস্তু আরও শক্তি অর্জন করে। এর সামগ্রিক ফলাফল হলো তাপমাত্রা বৃদ্ধি। যেমন ধরা যাক, চুলার আগুনে এক বাটি পানি সেদ্ধ করছি। তাপে পানির কণাগুলোর গতি বাড়তে থাকে এবং পানির তাপমাত্রাও বাড়ে। এটা না হয় আগুনের তাপে পানির তাপমাত্রা বৃদ্ধির উদাহরণ। মনে হতে পারে আগুনের তাপে তো পানির তাপমাত্রা বাড়বেই। তাহলে মাইক্রো ওভেনের উদাহরণ নেওয়া যাক। এক কাপ পানি মাইক্রো ওভেনে রাখলে ওভেন থেকে কিছু ইলেকট্রন পানির ভেতরের কণাগুলোর মধ্যে আলোড়ন সৃষ্টি করে। ফলে পানি গরম হয়। অন্য খাদ্যদ্রব্য রাখলে তার ভেতরের জলীয় অংশের কণাগুলোর মধ্যে আলোড়ন সৃষ্টি হয় এবং এর ফলে খাবার গরম হয়।

তাই আমরা বলতে পারি বস্তুর গতি বাড়লে তাপমাত্রা বাড়ে না, বাড়ে বস্তুর ভেতরের কণাগুলোর গতির কারণে। কিন্তু কোনো বস্তু যদি বাতাসের মধ্য দিয়ে দ্রুতগতিতে ছুটতে থাকে, তাহলে বাতাসের বস্তুকণার সঙ্গে ছুটন্ত বস্তুর ঘর্ষণে তাপমাত্রা বাড়বে। এমনকি জ্বলেপুড়ে ছাই হয়ে যেতে পারে। উল্কা এ কারণেই ভূপৃষ্ঠে পড়ার আগেই পুড়ে ছাই হয়ে যায়।

জোবাইর হোসাইন, ৮ম শ্রেণি, গভ. মুসলিম হাইস্কুল, চট্টগ্রাম