মাছেরা চলাচলের সময় লেজ আঁঁকাবাঁকা করে চলে, কিন্তু রুই মাছ খুব কমই লেজ নাড়ে। তাহলে এটি চলতে পারে কীভাবে? মাছের চলনের সঙ্গে লেজ নাড়ানোর সম্পর্ক কী?
রুই বা অন্য কাঁটাযুক্ত বড় মাছের পেটের দিকে, মেরুদণ্ডের নিচে বায়ুথলি থাকে। মাছ প্রয়োজনমতো সেটা বাতাসে ফুলিয়ে নেয়। এর সাহায্যে সে পানির নিচে ভেসে থাকে। কিন্তু পানির মধ্যে চলাফেরার জন্য তাকে লেজ নাড়াতে হয়। পানির মধ্যে কোন দিকে যাবে, তার ওপর নির্ভর করে তার লেজ সে কোনো দিকে কম বা বেশি নাড়াবে। রুই মাছ আলাদা কিছু নয়। তবে বড় মাছ বলে সে সামান্য লেজ নাড়িয়েই অনেক দূর যেতে পারে। ছোট মাছের পক্ষে সেটা সম্ভব হয় না। প্রায় সারাক্ষণ লেজ নাড়াতে হয়।
ওয়াহিদুল ইসলাম, চট্টগ্রাম বিজ্ঞান কলেজ