চামচে প্রতিচ্ছবি কেন উল্টো হয়?

চামচের উত্তল তলে আলো ধাক্কা খেয়ে কেন্দ্রীয় ফোকাসের দিকে ফিরে আসে। সমতল আয়নায় এই ফোকাস থাকে আয়নার ভেতরের দিকে, তবে উত্তল চামচের ক্ষেত্রে ফোকাস থাকে চামচ আর আপনার মুখের মাঝখানে। এই ফোকাস দিয়ে যাওয়ার সময় আপনার মুখের ওপরের অংশ থেকে আসা আলোকরশ্মি চলে যায় নিচের দিকে। আর নিচের দিক থেকে আসা আলো চলে যায় ওপরে। এতেই তৈরি হয় উল্টো প্রতিবিম্ব।