অক্সিজেন ছাড়া সূর্য কীভাবে জ্বলে?

প্রশ্ন :

আমরা জানি মহাবিশ্বে অক্সিজেন নেই এবং অক্সিজেন ছাড়া আগুন জ্বলে না। তাহলে সূর্য কীভাবে জ্বলে?

আগুন হলো জ্বালানির সাথে অক্সিজেনের রাসায়নিক বিক্রিয়া। অক্সিজেনের অভাবে আগুন জ্বলে না। কিন্তু আগুন যখন জ্বলে তখন রাসায়নিক অণুর পরিবর্তন ঘটে কিন্তু পরমাণুর মৌলিক পরিবর্তন ঘটে না। কিন্তু সূর্যে যা ঘটে তা সাধারণ অর্থে আগুন জ্বলার মত রাসায়নিক বিক্রিয়া নয়। সূর্যে পারমাণবিক বিক্রিয়া ঘটে। সূর্যসহ সব নক্ষত্র নিজের শক্তি নিজে তৈরি করে। নিউক্লিয়ার ফিউশনের মাধ্যমেই এই শক্তি উৎপন্ন হয়। নিউক্লিয়ার ফিউশনে দুইটি হাইড্রোজেন পরমাণু যোগ হয়ে একটা হিলিয়াম পরমাণুর সৃষ্টি হয় এবং কিছু শক্তির সৃষ্টি হয়। এরকম কোটি কোটি হাইড্রোজেন পরমাণু একই সঙ্গে হিলিয়াম পরমাণুতে রূপান্তরিত হয় বলে একই সাথে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হয় সূর্যে। এই শক্তিগুলোই বিকিরণের মাধ্যমে সূর্য থেকে ছড়িয়ে পড়ে মহাকাশে। নিউক্লিয়ার ফিউশানে অক্সিজেনের কোন দরকার হয় না। বুঝতেই পারছো, অক্সিজেন ছাড়া যে আগুন জ্বলে না, সূর্যের আগুন সেরকম আগুন নয়।

আরবার শহীদ, চট্টগ্রাম ক্যান্ট. পাবলিক কলেজ