শেষ হলো বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড

বঙ্গবন্ধু কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০২২-এর সমাপনী অনুষ্ঠান আয়োজিত হলো। একই সঙ্গে উদযাপিত হলো বিশ্ব পরিমাপ দিবস ২০২২।

২১ মে, শনিবার রাজধানীর বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) মিলনায়তনে এই অলিম্পিয়াড ও উদ্‌যাপন অনুষ্ঠান আয়োজিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। বিশেষ অতিথি ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল ইসলাম চৌধুরী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান আফতাব আলী শেখ এবং আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী ফেরদৌসী কাদরী। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিআরআইসিএমের মহাপরিচালক মালা খান।

সমাপনী অনুষ্ঠানে অলিম্পিয়াডে তিনটি গ্রুপে বিজয়ী ৯ জনের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিটা গ্রুপে প্রথম দ্বিতীয় ও তৃতীয় বিজয়ীকে পুরস্কার হিসেবে দেওয়া হয় যথাক্রমে একটি করে ল্যাপটপ, ট্যাব ও ই-বুক রিডার। এ ছাড়া সমাপনী অনুষ্ঠানে অলিম্পয়াডের দ্বিতীয় পর্বে বিজয়ী ১৫০ জন প্রতিযোগীর হাতে একটি করে ক্যালিব্রেটেড ল্যাকটোমিটার ও থার্মোমিটার তুলে দেওয়া হয়। এগুলো পরবর্তী এক বছর ব্যবহার করে প্রতিযোগীরা তাঁদের নিত্যব্যবহার্য পণ্যের পরিমাপের সঠিকতা যাচাই করতে পারবেন। তাঁরা এ বিষয়ে সামাজিক সচেতনতা গড়ে তুলবেন এবং এসব ব্যবহার সর্ম্পকে নিয়মিত অবহিত করবেন বিআরআইসিএমকে। পরবর্তী কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াডে এসব ব্যবহারকারীর মধ্য থেকে সর্বোচ্চ মান অর্জনকারীকে মিস্টার/মিস মেট্রোলজি উপাধি এবং সম্মাননা দেওয়া হবে।

এই অনুষ্ঠানে কেমিক্যাল মেট্রোলজি অলিম্পিয়াড ২০১৯-এর নির্বাচিত মেট্রোলজিস্ট সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী নুসরাত-ই-জাহানকে পুরস্কৃত করা হয়। এ ছাড়া অলিম্পিয়াডের প্রথম পর্বে অংশগহণকারী সব প্রতিযোগী ও স্বেচ্ছাসেবককে সনদপত্র দেওয়া হয়।

বাংলাদেশ রেফারেন্স ইনস্টিটিউট ফর কেমিক্যাল মেজারমেন্টস (বিআরআইসিএম) আয়োজিত এই অলিম্পিয়াডে সারা দেশের স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় আট হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অলিম্পিয়াডের প্রথম পর্ব অনুষ্ঠিত হয় অনলাইনে। সেখান থেকে বিজয়ী ১৫০ জনকে নিয়ে অনলাইনে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব। এদের মধ্য থেকে বিজয়ীদের নিয়ে আয়োজন করা হয় এই সমাপনী অনুষ্ঠানের।