নটর ডেমে শুরু হচ্ছে আর্থ অ্যান্ড স্পেস কার্নিভাল

রাজধানীর নটর ডেম কলেজে বৃহস্পতিবার আয়োজিত হবে পঞ্চম আর্থ অ্যান্ড স্পেস কার্নিভাল। তিনব্যাপী এই সামিটের মুল আয়োজক নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব।

কার্নিভালে ১৭টি ইভেন্ট থাকবে। এ সব ইভেন্টে অংশগ্রহণ করবে সারা দেশের বিভিন্ন স্কুল ও কলেজের প্রায় এক হাজার শিক্ষার্থী। উল্লেখযোগ্য ইভেন্টগুলো হলো—অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড, আর্থ সায়েন্স অলিম্পিয়াড, ইকো অ্যান্ড স্পেস বাজ, ওয়াল ম্যাগাজিন, পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, ইকো প্রজেক্ট ডিসপ্লে, কেইস স্টাডি, অ্যাস্ট্রো মুভি কুইজ, অ্যাস্ট্রোনমিকাল শোকেস, স্ক্র্যাপবুক, চাইল্ড ক্র্যাফট, ফটোস্ফিয়ার, স্টার ইত্যাদি।

উল্লেখ্য, নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব, ১৯৯২ সালের ২৮শে অক্টোবর প্রতিষ্ঠিত হয়। শুরুতে এটা নটর ডেম এনভায়রনমেন্টাল প্রোমোশন ক্লাব হিসেবে পরিচিত ছিল। এই সংগঠন তৈরি হয়েছিল পরিবেশ সংরক্ষণ, বন্যপ্রাণীর বিলুপ্তির কারণ উদঘাটন, জীববৈচিত্র্যকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর মতো গুরুত্বপূর্ণ কিছু লক্ষ্য নিয়ে। পরে এর নাম পরিবর্তন করা হয়। এর অবশ্য একটি কারণও আছে। এখন পৃথিবীর প্রাণ ও প্রতিবেশের পাশাপাশি মহাকাশ বিজ্ঞান নিয়েও কাজ শুরু করেছে ক্লাবটি। ক্লাবটির সঙ্গে সংশ্লিষ্টদের নিয়ে প্রতি সপ্তাহেই নিয়মিত ইকোলজিকাল, অ্যাস্ট্রোনমিকাল ওয়ার্কশপ, অলিম্পিয়াড এবং কলেজের ভেতরেই ফিল্ড প্রোগ্রাম করা হয়। এ ছাড়া প্রতিবছর ক্লাবটি আয়োজন করে বোটালিউনাস, অ্যাস্ট্রোনমার্চ, ফ্রুট ফিয়েস্টা। ক্লাবটির একাধিক শিক্ষা সফর বেশ উৎসবমুখর পরিবেশে এবং সাফল্যের সঙ্গে অনুষ্ঠিত হয়।

নটর ডেম ইকো অ্যান্ড স্পেস ক্লাব প্রথম বড় কোনো আয়োজন করে ২০১৭ সালে—প্রথম আর্থ অ্যান্ড স্পেস কার্নিভাল। শিক্ষার্থীরা ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে এই কার্নিভালে অংশগ্রহণ করে। এই আয়োজনের সাফল্য ক্লাবটিকে নতুন স্বপ্ন দেখায়। পরের দু বছর আরও বড় পরিসরে ন্যাশনাল আর্থ আ্যান্ড স্পেস কার্নিভালের আয়োজন করা হয়। সারা দেশের এক শটিরও বেশি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কয়েক হাজার শিক্ষার্থীর মিলনমেলায় পরিণত হয় কার্নিভাল দুটি। ২০২০ সালে করোনা পরিস্থিতির কারণে সরাসরি মাঠে গড়ায়নি এ কার্নিভাল। তবে অনলাইনে আয়োজিত হয়েছিল। ২০২২ সালে আবার আগের রূপে ফিরতে যাচ্ছে এই কার্নিভাল। অর্থাৎ অংশগ্রহণকারীরা সশরীরে উপস্থিত হয়ে আর্থ আ্যান্ড স্পেস কার্নিভালে অংশ নেবে।

পঞ্চম আর্থ অ্যান্ড স্পেস কার্নিভালে মিডিয়া পার্টনার হিসেবে থাকছে মাসিক বিজ্ঞানচিন্তা ও কিশোর আলো।