জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব ৭ অক্টোবর

৮ম বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জাতীয় পর্ব আয়োজিত হবে ৭ অক্টোবর, শুক্রবার। সকাল ৮টা ৪৫ মিনিটে আগারগাঁওয়ে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি কমপ্লেক্সে শুরু হবে অনুষ্ঠান।

দিনব্যাপী এই আয়োজনে থাকবে অলিম্পিয়াড, বিজ্ঞান কুইজ ও বক্তৃতা, প্রশ্নোত্তর পর্ব। বিকাল ৩.৪৫টায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হবে। পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ম. তামিম এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক ও কিশোর আলোর সম্পাদক আনিসুল হক। এছাড়াও উপস্থিত থাকবেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও বিজ্ঞান জাদুঘরের কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. ইফতেখারুজ্জামান।

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজনের উদ্দেশ্য ১৯তম আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ দল গঠন করা। এই অনুষ্ঠানের আয়োজক বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি। টাইটেল সম্পন্সর আল-আরাফাহ ইসলামী ব্যাংক। সহযোগী হিসাবে আছে দৈনিক প্রথম আলো। ম্যাগাজিন পার্টনার মাসিক কিশোর আলো ও বিজ্ঞানচিন্তা।