নারায়ণগঞ্জ কলেজে আয়োজিত হল বিজ্ঞানবক্তৃতা

আয়োজিত হলো সৌরজগৎ নিয়ে বিজ্ঞানবক্তৃতা। বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর সকালে নারায়ণগঞ্জ কলেজ মিলনায়তনে ‘সৌরজগৎ: দৃষ্টিভঙ্গি পরিবর্তনের ইতিহাস’ নামের এ আয়োজনে বক্তব্য দেন বিজ্ঞানবক্তা আসিফ। নারায়ণগঞ্জ কলেজ বিজ্ঞান ক্লাবের উদ্যোগে ও ডিসকাশন প্রজেক্টের সহযোগিতায় এটি আয়োজিত হয়।

এ বক্তৃতায় বিজ্ঞানবক্তা আসিফ বলেন, ‘ভয়েজার শুধু মানবজাতি নয়, পৃথিবীর প্রতিটি প্রতিনিধিত্বশীল অংশের শুভেচ্ছাবার্তা নিয়ে সৌরজগৎ থেকে ধীরে ধীরে আরও দূরে চলে যাচ্ছে। বহির্জাগতিক বুদ্ধিমত্তাদের অন্বেষনে ছুটছে নিরন্তর। অথচ পৃথিবীতে মানুষ নিজেদের মধ্যে মারামারি করছে, নানাভাবে অস্থির করে তুলছে সমাজকে। এটা হতাশাব্যঞ্জক।

মানুষ বহুকোষী জীব। মানবদেহের একটি অঙ্গের কিছু কোষের ক্ষতি হলে অন্য অঙ্গগুলোও ক্ষতিগ্রস্থ হয়। পুরো শরীর অসুস্থ হয়ে পড়ে। আমাদের সমাজও এরকম। এ সমাজে মানুষের ভূমিকাও ঠিক কোষের মতো। মানুষ যদি মিলেমিশে কাজ না করে, তাহলে সমাজ ক্ষতিগ্রস্ত হয়।

জ্ঞান-বিজ্ঞানের চর্চা ও পর্যবেক্ষণ থেকে আমরা জেনেছি, পৃথিবী মহাবিশ্ব বা আমাদের গ্যালাক্সির কেন্দ্র নয়। গণিতের ভূমিকা আজ বিজ্ঞান চর্চার ফলে স্পষ্ট। এটি মহাবিশ্বের ভাষা। এই মহাবিশ্বের একটি গ্যালাক্সির লক্ষ কোটি গ্রহের ছোট্ট একটি গ্রহে আমাদের বাস। এই বোধ আমাদের সামাজিক দৃষ্টিভঙ্গি গড়ে দেয়, আমাদের বিনীত করে।’ বিজ্ঞানবক্তা আসিফ আশা করেন, এর মাধ্যমে আমাদের মধ্যে বিনয়ী দৃষ্টিভঙ্গি গড়ে উঠবে।

এই বক্তৃতার সভাপতিত্ব করেন নারায়ণগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফজলুল হক। অনুষ্ঠান সঞ্চালনা করেন রসায়ন বিভাগের প্রভাষক রেহানা আক্তার। এছাড়াও অনুষ্ঠানে নানাভাবে সহায়তা করেন সাংস্কৃতিক কর্মী জাভেদ আহমেদ ও প্রযুক্তি কারিগর নুরুল ইসলাম। তাছাড়া ওই শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের শিক্ষক ও বিজ্ঞানে আগ্রহী সাংষ্কৃতিক কর্মীরাও এ বক্তৃতায় উপস্থিত ছিলেন। বক্তৃতায় ৪৫০ জনের বেশি শিক্ষার্থী অংশ নেয়।