বরিশালে কৃষি সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ

সাংবাদিকদের দক্ষতা উন্নয়নে বরিশালে অনুষ্ঠিত হলো প্রশিক্ষণ কর্মশালা। ২৫ জানুয়ারি, বুধবার ফার্মিং ফিউচার বাংলাদেশের আয়োজনে বরিশালের একটি হোটেলে এ প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

খাদ্য নিরাপত্তা ও টেকসই উন্নয়নের নির্ধারিত লক্ষ্য অর্জনে কৃষকদের উদ্বুদ্ধ করতে আয়োজিত হয় এ সভা। পাশাপাশি তাঁদের সচেতন করা হয় কৃষিপ্রযুক্তির সঠিক ব্যবহারের জন্য। এ কর্মশালায় বরিশালের প্রায় ২০ জনের বেশি সাংবাদিক প্রশিক্ষণ নেন। কর্মশালা শেষে সাংবদিকদের সনদপত্র দেওয়া হয়।

বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম. জাকির হোসেন এবং জ্যেষ্ঠ সাংবাদিক মো. আনিসুর রহমান প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন এবং সকল অংশগ্রহণকারী, প্যানেলিস্ট ও সম্মানিত অতিথিদের স্বাগত জানান।

এতে উপস্থিত ছিলেন ‘এখন টিভি’র বিশেষ প্রতিবেদক ফিরদাউস সোহাগ, ফার্মিং ফিউচার বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সাদিক উদ্দিন ও অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ ইমরান। এ ছাড়াও অনলাইনে ভিডিও বার্তার মাধ্যমে যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তোফাজ্জল হোসেন।

কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন বা উন্নয়ন করতে চাইলে জীবপ্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা অনেক বাড়বে। সে বিবেচনায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে।
অধ্যাপক তোফাজ্জল হোসেন
বরিশালে একটি হোটেলে কৃষি সাংবাদিকতায় দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণের আয়োজন করে ফার্মিং ফিউচার বাংলাদেশে

অধ্যাপক তোফাজ্জল হোসেন বলেন, ‘কৃষিতে বৈপ্লবিক পরিবর্তন বা উন্নয়ন করতে চাইলে জীবপ্রযুক্তির ওপর গুরুত্ব দিতে হবে। ২০৫০ সাল নাগাদ পৃথিবীর জনসংখ্যা অনেক বাড়বে। সে বিবেচনায় খাদ্য উৎপাদন বাড়াতে হবে। দেশে বর্তমানে ৪০ শতাংশ মানুষ কৃষিকাজে জড়িত। কিন্তু সঠিক উপায় না জানার কারণে কৃষিক্ষেত্রে মাঠ পর্যায়ের কৃষকেরা ক্ষতিগ্রস্থ হচ্ছে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।’

এখন টিভির বিশেষ প্রতিবেদক ফিরদাউস সোহাগ বলেন, ‘মাঠের ফলন বৃদ্ধির লক্ষ্যে একজন কৃষকের কাছে আধুনিক প্রযুক্তিসহ কৃষি জীবপ্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে যথাযথ তথ্য পৌছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব সাংবাদিকের। সে কাজ সাংবাদিকরা সঠিকভাবে পালন করলে দেশের কৃষিতে ব্যাপক উন্নয়ন ঘটবে।’

‘জীব প্রযুক্তিসহ অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তির সুফল মাঠ পর্যায়ের কৃষকদের কাছে ছড়িয়ে দিতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে নীতিনির্ধারকসহ জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই তাঁদেরকে সম্পৃক্ত করা অনস্বীকার্য।’

ফার্মিং ফিউচার বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যান্ড কমিউনিকেশন স্পেশালিস্ট সাদিক উদ্দিন বলেন, ‘বাংলাদেশে খাদ্য নিরপাত্তা নিশ্চিত করতে ফসল উৎপাদনের প্রতি আরও বেশি গুরুত্ব দিতে হবে। ভবিষ্যতে খাদ্য নিরাপত্তার জন্য জিন এডিটিং, জেনেটিক্যালি মডিফায়েড অর্গানিজম বা জিএমও-এর ওপর গুরুত্ব দিতে হবে। কৃষি প্রযুক্তির নানান তথ্য গণমাধ্যমকর্মীদের মাধ্যমে কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে হবে।’

ফার্মিং ফিউচার বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার জাহিদ ইমরান বলেন, ‘জীব প্রযুক্তিসহ অন্যান্য আধুনিক কৃষি প্রযুক্তির সুফল মাঠ পর্যায়ের কৃষকদের কাছে ছড়িয়ে দিতে হবে। প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ক্ষেত্রে নীতিনির্ধারকসহ জনপ্রতিনিধিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। তাই তাঁদেরকে সম্পৃক্ত করা অনস্বীকার্য।’

এ সভার আয়োজক ফার্মিং ফিউচার বাংলাদেশ (এফএফবি) মূলত কৃষিভিত্তিক প্রতিষ্ঠান। কৃষিবিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিরন্তর কাজ করে যাচ্ছে।