অনুষ্ঠিত হলো হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের ওরিয়েন্টেশন

অনুষ্ঠিত হল হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের পঞ্চম ব্যাচের সদস্যদের ওরিয়েন্টেশন।

১৭ সেপ্টেম্বর, শনিবার বিকেল ৩টায় চট্টগ্রামের জামালখান হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের কার্যালয়ে এই ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এ সময় প্রায় একশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন।

ওরিয়েন্টেশনের শুরুতে প্রত্যেক সদস্যদের সঙ্গে পরিচয়পর্ব এবং মতবিনিময় হয়। এছাড়াও তাঁদেরকে রোবটিক্স স্কুল, প্রোগ্রামিং স্কুল, লাইফ সায়েন্স স্কুল নিয়ে দিকনির্দেশনা দেন আয়োজনের প্রধান বক্তা, হোয়াইট বোর্ড ক্লাবের কো অর্ডিনেটর মাহির আজরফ। তিনি বলেন, ‘হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের নিয়মিত কার্যক্রমসমূহ একজন সদস্যকে একবিংশ শতাব্দীর প্রতিযোগিতায় টিকে থাকার জন্য যোগ্য হিসাবে গড়ে তুলতে সাহায্য করে। এই ক্লাবের সদস্য আবরার শহীদ আন্তর্জাতিক রোবটিক্স অলিম্পিয়াডে স্বর্ণপদক পাওয়া তারই স্বাক্ষর বহন করে।’

ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের আরেক কো-অর্ডিনেটর সাইদ খান সাগর। তিনি বলেন, ‘হোয়াইটবোর্ড সায়েন্স ক্লাবের বিশেষত্ব হলো, এখানকার সদস্যদের পাঠ্যক্রমিক পড়াশুনায় সাহায্য করা। তাঁদের একাডেমিক ফলাফলের উপরে সর্বদা জোর দেওয়া।’

অনুষ্ঠানের সঞ্চলনা করেন ক্লাবের সহ-সভাপতি রিনভী নুসরাত প্রাপ্তি। এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন ক্লাবের কার্যনির্বাহী সদস্য সাইফুল্লাহ নাদিম, আকিবুল ইসলাম জিশাদ, যুগ্ম সম্পাদক গোলাম সরওয়ার, সহ-সভাপতি সাদিয়া সুলতানা, ফারিহা রাইসা, সাইমা সুলতানা ও ক্লাবের সভাপতি আব্দুর রহমান।

২০১৮ সাল থেকে চট্টগ্রামের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানের প্রচার ও প্রসারের লক্ষ্যে কাজ করেছে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নিবন্ধনভূক্ত এই সংগঠনটি। ক্লাবের সদস্য প্রায় ৮০০। ক্লাবের সদস্যদের রোবটিক্স স্কুল, প্রোগ্রামিং স্কুল এবং লাইফ সায়েন্স স্কুলের প্রশিক্ষণ দেওয়া হয়। হোয়াইট অরিজিন্স এই ক্লাবেরই ম্যাগাজিন।