প্রথমা-বিজ্ঞানচিন্তা অনলাইন কুইজ অনুষ্ঠিত হবে আগামীকাল

১৭ অক্টোবর, রবিবার দুপুর তিনটায় অনুষ্ঠিত হবে প্রথমা-বিজ্ঞানচিন্তা অনলাইন কুইজ। মাসিক বিজ্ঞানচিন্তা পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে এ বিশেষ কুইজের আয়োজন করেছে।

কুইজটি গত ১৫ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। কিন্তু সারাদেশে ইন্টারনেট গোলযোগের কারণে অনেকেই এতে অংশ নিতে পারেননি। তাই কুইজটি পিছিয়ে দেওয়া হয়েছে। যাঁরা ১৫ তারিখ সকাল ১১টায় কুইজে অংশ নিতে পেরেছেন, তাঁদেরও আবার অংশ নিতে হবে।

এ কুইজের পুরস্কার হিসেবে থাকছে মোট ২০ হাজার টাকার বই। প্রথম পুরস্কার ৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরষ্কার ৩ হাজার টাকার বই ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ২ হাজার টাকার বই। এছাড়াও পরবর্তী ২০ জনের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। অনলাইন বইয়ের বাজার প্রথমা ডট কম-এর সৌজন্যে অনুষ্ঠিত হচ্ছে এ কুইজ।

গত ১৫ অক্টোবর পাঁচ বছর পূর্ণ করেছে বিজ্ঞানচিন্তা। এ উপলক্ষ্যে 'পাঁচ পেরিয়ে বিজ্ঞানচিন্তা' নামে একটি বিশেষ ওয়েবিনার আয়োজিত হয়েছে সেদিন। পাশাপাশি, আগামী ১৭ অক্টোবর রবিবার বিকেল চারটায় রয়েছে আরেকটি বিশেষ ওয়েবিনার, 'বিজ্ঞানে নোবেল ২০২১'। সহযোগিতায় রয়েছে দেশের বৃহত্তম কৃষি প্রযুক্তি পণ্য উৎপাদন ও সহবরাহকারী প্রতিষ্ঠান মেটাল।

প্রথমা-বিজ্ঞানচিন্তা অনলাইন কুইজ ছাড়াও এ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হচ্ছে আরও দুটো কুইজ। মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় শিগগিরই প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত হবে একটি কুইজ। পুরষ্কার হিসেবে থাকবে মোট ১ লক্ষ টাকার বই। প্রথম পুরস্কার ২৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরস্কার ১৫ হাজার টাকার বই ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকার বই। এছাড়াও পরবর্তী ১০০ জনের জন্য রয়েছে বিশেষ পুরস্কার।

আর, রকমারি ডট কম ও অন্যরকম বিজ্ঞান বাক্স-এর সহযোগিতায় আরেকটি কুইজ প্রকাশিত হয়েছে বিজ্ঞানচিন্তা অক্টোবর সংখ্যায়। এর পুরস্কার হিসেবে রয়েছে মোট ২০ হাজার টাকার বই এবং বিজ্ঞানবাক্স। প্রথম পুরস্কার ৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকার বই ও তৃতীয় পুরস্কার হিসেবে থাকবে ২ হাজার টাকার বই। এছাড়াও পরবর্তী ২০ জনের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। পাশাপাশি বিজয়ী প্রথম ১০ জনের জন্য থাকবে অন্যরকম বিজ্ঞান বাক্স। ৩টি কুইজই সবার জন্য উন্মুক্ত।

প্রথম আলো ছাপা সংস্করণে প্রকাশিত কুইজ ও বিজ্ঞানচিন্তায় প্রকাশিতব্য কুইজে অংশ নিতে হলে 'কুইজ' অংশটি কেটে পাঠাতে হবে বিজ্ঞানচিন্তার ঠিকানায়। লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে। আর, প্রথমা-বিজ্ঞানচিন্তা অনলাইন কুইজে অংশ নেওয়া যাবে এ লিঙ্ক থেকে : https://www.bigganchinta.com/widgets/quiz/index.html