বিজ্ঞানচিন্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে অনুষ্ঠিত হলো বিশেষ ওয়েবিনার

অনুষ্ঠিত হলো বিজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত বিশেষ ওয়েবিনার 'পাঁচ পেরিয়ে বিজ্ঞানচিন্তা'। দুপুর সাড়ে তিনটার দিকে প্রথম আলো ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল এবং বিজ্ঞানচিন্তার ফেসবুক পেজে এই বিশেষ ওয়েবিনার সরাসরি সম্প্রচার করা হয়।

করোনার এ সময়ে সবাই একসঙ্গে হয়ে বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের সুযোগ ছিল না। এখনও বিপদ কাটেনি। সবাইকে তাই সাবধানে থাকতে হবে। হাত পরিষ্কার রাখা, মাস্ক পরা, প্রয়োজনে বাইরে বেরোলে নিরাপদ দূরত্ব রাখা বাকিদের সঙ্গে - মেনে চলতে হবে এসব বিধিনিষেধ নিজের ও পরিবারের ভালোর জন্যই। পাঠকদের জন্য বিজ্ঞানচিন্তার বিশেষ আয়োজন এ অনুষ্ঠান তাই আয়োজিত হলো অনলাইনে।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. আরশাদ মোমেন, মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল এবং ভিকারুননিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী তাসমিম আলম রূপন্তী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৌসুমী মৌ। পাশাপাশি, বিজ্ঞানের জাদু দেখান যুবরাজ এবং বিজ্ঞানচিন্তার থিম সং গাওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি টানেন অটামনাল মুন।

বিজ্ঞানচিন্তার সম্পাদক আব্দুল কাইয়ুম বলেন, 'বিজ্ঞানচিন্তার নতুনত্ব হলো, নতুন ও বিজ্ঞানের জটিল বিষয়গুলোকে সহজভাবে ব্যাখ্যা করা, যেন কিশোর-কিশোরী থেকে শুরু করে পরিণত বয়স্করাও এটা পড়ে বুঝতে পারেন এবং বিজ্ঞানে আগ্রহ পান। প্রতিদিনের জীবনে যেসব ঘটনা ঘটে, সেটা কেন ঘটে, তা জানাটা বিজ্ঞানমনস্ক চিন্তাধারা গড়ে তোলার একটা ভালো উপায়। স্কুল জীবন থেকে আমার স্বপ্ন ছিল এমন কিছু করা, যাতে সবার মধ্যে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে যেকোনো কিছু দেখার ও বোঝার একটা অভ্যাস গড়ে ওঠে। সে লক্ষ্যেই এগিয়ে চলেছে বিজ্ঞানচিন্তা।'

মেটালের ব্যবস্থাপনা পরিচালক সাদিদ জামিল বিজ্ঞানচিন্তার প্রতি শুভকামনা জানিয়ে বলেন, 'আমরা মনে করি কৃষিতেই আছে এ দেশের মানুষের মুক্তি। সে লক্ষ্যে মেটাল ও বিজ্ঞানচিন্তা যুগ্মভাবে আয়োজন করছে বিজ্ঞান বক্তৃতা। আমরা আশা করি, বিজ্ঞানচিন্তার সঙ্গে আমাদের এ পথচলা আরও দীর্ঘ হবে।'

অধ্যাপক ড. আরশাদ মোমেন বলেন, 'বিজ্ঞানচিন্তা কোনো ব্যবসায়িক পত্রিকা না। এর একটা লক্ষ্য আছে। তাই পাঠকদের আমরা বলতে চাই, আপনারা কী চান, তা আমাদের জানান। একেকজনের পছন্দ একেক ধরনের। একেকজন একেক বিষয়ে জানতে চান। আমরা তাই পাঠকদের বলব, আমাদের প্রশ্ন করুন। বলুন, আপনারা কী নিয়ে জানতে চান।'

বিজ্ঞানচিন্তার পাঠক তাসমিম জানায়, হাতে-কলমে সহজ এক্সপেরিমেন্ট করার মতো বিভাগগুলো আরও নিয়মিতভাবে চায় সে। চায়, বিজ্ঞানচিন্তা যেন শুধু পাঠকের প্রশ্নের জবাব দিয়েই থেমে না যায়। পাঠককেও যেন প্রশ্ন দেওয়া হয় চিন্তা করার জন্য। সবার উত্তর সঠিক না হলেও সবার মধ্যে এর মাধ্যমে চিন্তার অভ্যাস গড়ে উঠবে বলে সে মনে করে।

বিজ্ঞানচিন্তার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সকাল ১১টায় প্রথমা-বিজ্ঞানচিন্তা অনলাইন কুইজ আয়োজনের কথা ছিল। কিন্তু সারাদেশে ইন্টারনেট গোলযোগের কারণে এ কুইজ প্রতিযোগিতাটি পিছিয়ে দেওয়া হয়েছে। কুইজটি ১৭ তারিখ, রোববার, দুপুর ৩টায় অনুষ্ঠিত হবে। একইদিন বিকেল ৪টায় অনুষ্ঠিত হবে ওয়েবিনার 'বিজ্ঞানে নোবেল ২০২১'।

সম্প্রতি নোবেল পুরস্কার ঘোষণা করা হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকীতে আগ্রহীদের জন্য এটি বিজ্ঞানচিন্তার বিশেষ আয়োজন। এ বক্তৃতার সহযোগিতায় আছে দেশের বৃহত্তম কৃষি প্রযুক্তি পণ্য উৎপাদক ও সরবরাহকারী প্রতিষ্ঠান মেটাল।

তাছাড়া, আজ বাজারে এসেছে বিজ্ঞানচিন্তার অক্টোবর ২০২১সংখ্যা। এতে আছে রকমারি-বিজ্ঞানচিন্তা বিশেষ কুইজ। এ কুইজে অংশ নিয়ে জিতে নেওয়া যাবে ২০ হাজার টাকার বই। এছাড়াও, প্রথম আলোর ছাপা পত্রিকায় শিগগিরই প্রকাশিত হবে বিকাশ-বিজ্ঞানচিন্তা বিজ্ঞান কুইজ। এতে অংশ নিয়ে লাখ টাকার বই জিতে নেওয়ার সুযোগ আছে অংশগ্রহণকারীদের জন্য। কুইজগুলোর ফলাফল প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তা অনলাইনে ও বিজ্ঞানচিন্তার নভেম্বর সংখ্যায়। পাঁচ বছর আগে, ২০১৬ সালের ১৫ অক্টোবর যাত্রা শুরু করে বিজ্ঞানচিন্তা। বিজ্ঞানমনস্ক প্রজন্ম ও দেশ গড়ার লক্ষ্যে বিজ্ঞানচিন্তা এগিয়ে চলেছে। এই পথচলায় সবাই সঙ্গী হবেন, বিজ্ঞান সচেতন হয়ে উঠবেন, এটাই প্রত্যাশা।