রকমারি-বিজ্ঞানচিন্তা কুইজ আসছে বিজ্ঞানচিন্তার অক্টোবর সংখ্যায়

বিজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রকমারি ডট কম ও অন্যরকম বিজ্ঞান বাক্স-এর সহযোগিতায় একটি বিশেষ কুইজ প্রকাশিত হবে বিজ্ঞানচিন্তা অক্টোবর সংখ্যায়। পুরষ্কার হিসেবে থাকছে মোট ২০ হাজার টাকার বই এবং বিজ্ঞানবাক্স। প্রথম পুরষ্কার ৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরষ্কার ৩ হাজার টাকার বই ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকবে ২ হাজার টাকার বই। এছাড়াও পরবর্তী ২০ জনের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার। পাশাপাশি বিজয়ী প্রথম ১০ জনের জন্য থাকবে অন্যরকম বিজ্ঞান বাক্স। কুইজে অংশ নেওয়ার জন্য অক্টোবর সংখ্যায় প্রকাশিত 'কুইজ' অংশটি কেটে পাঠাতে হবে বিজ্ঞানচিন্তার ঠিকানায়। অক্টোবর সংখ্যা প্রি-অর্ডার করুন এই লিংকে: prothoma.com/product/14345/বিজ্ঞানচিন্তা-অক্টোবর-২০২১

আগামী ১৫ অক্টোবর পাঁচ বছর পূর্ণ করতে যাচ্ছে বিজ্ঞান বিষয়ক মাসিক ম্যাগাজিন বিজ্ঞানচিন্তা। এ উপলক্ষ্যে বিশেষ আয়োজন করতে যাচ্ছে ম্যাগাজিনটি। এর মধ্যে রয়েছে ওয়েবিনারসহ তিনটি কুইজ প্রতিযোগিতা। পুরস্কার হিসেবে থাকছে প্রায় দেড় লাখ টাকার বই। পুরস্কার পাবেন ১৫০ জন।

এর একটি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ-এর সহযোগিতায় আগামী ১৫ অক্টোবর প্রথম আলোর ছাপা সংস্করণে প্রকাশিত হবে। পুরষ্কার হিসেবে থাকবে মোট ১ লক্ষ টাকার বই। প্রথম পুরষ্কার ২৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরষ্কার ১৫ হাজার টাকার বই ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে ১০ হাজার টাকার বই। এছাড়াও পরবর্তী ১০০ জনের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার।

পাশাপাশি অনলাইন বইয়ের বাজার প্রথমা ডট কম-এর সৌজন্যে আরেকটি কুইজ অনুষ্ঠিত হবে বিজ্ঞানচিন্তা অনলাইনে। কুইজটি ১৫ অক্টোবর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। তবে সেজন্য রেজিস্ট্রেশন করতে হবে। এ কুইজটির রেজিস্ট্রেশন বর্তমানে চলমান রয়েছে। এতে পুরষ্কার হিসেবে থাকছে মোট ২০ হাজার টাকার বই। প্রথম পুরষ্কার ৫ হাজার টাকার বই, দ্বিতীয় পুরষ্কার ৩ হাজার টাকার বই ও তৃতীয় পুরষ্কার হিসেবে থাকছে ২ হাজার টাকার বই। এছাড়াও পরবর্তী ২০ জনের জন্য রয়েছে বিশেষ পুরষ্কার। রেজিস্ট্রেশন লিঙ্ক: bigganchinta.com/widgets/quiz/index.html

কুইজ সম্পর্কিত তথ্য জানতে চোখ রাখতে হবে বিজ্ঞানচিন্তা ফেসবুক গ্রুপে, পেইজে এবং ওয়েবসাইটে। ৩টি কুইজ-ই সবার জন্য উন্মুক্ত।