রুয়েটে শুরু হচ্ছে রোবোট্রনিকস ২.০

নিজেদের তৈরি রোবটের সঙ্গে রুয়েটের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরাফাইল ছবি

রাজশাহী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) শিগগির শুরু হচ্ছে রোবোট্রনিক ২.০।

আগামী ২৯ ও ৩০ জুন রুয়েট ক্যম্পাসে অনুষ্ঠিত হবে এই রোবোটিকস কন্টেস্ট। রুয়েটের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠিতব্য এই রোবোটিকস কন্টেস্টে অংশ নেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আয়োজনে সারা দেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীরাও অংশ নিতে পারবে।

রোবোট্রনিক ২.০-এর মূল ইভেন্ট হিসেবে থাকবে মাড রোভার, রোবো রেসলিং, স্পিড ব্যাটেল, প্রোজেক্ট শোকেসিং, ক্যাড ডিজাইন এবং পোস্টার প্রেজেন্টেশন। প্রতিযোগীরা ব্যক্তিগত অথবা দলগতভাবে এসব ইভেন্টে অংশগ্রহণ নিতে পারবে।

আগামী ২৯ ও ৩০ জুন রুয়েট ক্যম্পাসে অনুষ্ঠিত হবে রোবোট্রনিকস ২.০

৩০ জুন বিকেল ৫টায় সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হবে রোবোট্রনিক ২.০-এর সকল আয়োজন। সমাপনী অনুষ্ঠানে

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের এমেরিটাস অধ্যাপক অরুণ কুমার বসাক। আরও উপস্থিত থাকবেন রোবোট্রনিকস ২.০-এর চিফ প্যাট্রন এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. রফিকুল ইসলাম শেখ, ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক মো. সেলিম হোসেন এবং ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক মো. রবিউল আউয়াল। সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রোবোট্রনিকস ২.০-এর অর্গানাইজিং সেক্রেটারি এবং রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মো. ফাইসাল রহমান বাদল।

এই আয়োজনে টাইটেল স্পন্সর হিসেবে থাকছে নাবিল গ্রুপ এবং সহযোগিতায় প্রথম আলো।