আন্তর্জাতিক গ্রুপ প্রজেক্ট প্রতিযোগিতায় তিন পুরস্কার বাংলাদেশের

আন্তর্জাতিক গ্রুপ প্রজেক্ট প্রতিযোগিতায় তিনটি পুরস্কার জিতেছেন বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াডের তিন প্রতিযোগী।

আন্তর্জাতিক জীববিজ্ঞান অলিম্পিয়াড ও জাপান জীববিজ্ঞান অলিম্পিয়াডের যৌথ আয়োজনে এই অনলাইন প্রতিযোগিতায় বাংলাদেশের তাসনিম বিনতে জুলফিকার ও তাঁর দল জিনোম এডিটিং ক্যাটাগরিতে জিতে নেন ‘দ্য অ্যাওয়ার্ড অব এক্সিলেন্স’ পুরস্কার। অন্যদিকে রাফসান রহমান ও তাঁর দল অর্জন করেন দ্য ওশান পলিসি রিসার্চ ইনস্টিটিউট অ্যাওয়ার্ড। বায়োসেন্সর ডিজাইনের আইডিয়া দিয়ে ‘দ্য মেকিং গ্রেট সেন্স’ অ্যাওয়ার্ড জিতেছেন বাংলাদেশের সর্বকনিষ্ঠ প্রতিযোগী আবরার জামিল ও তাঁর দল।

বিশ্বের ৪৯টি দল এতে অংশ নেয়। বাংলাদেশের চার প্রতিযোগী অংশ নেয় চারটি বিষয়ে। বিষয় চারটি হলো সংক্রামক ব্যাধি, জীববৈচিত্র্য ও সমুদ্র, জিনোম এডিটিং এবং জৈব-অভিব্যক্তি। দলগত প্রতিযোগিতা, তাই এককভাবে অংশ নেওয়ার সুযোগ ছিল না।

আবার একই দলে একই দেশের একাধিক জন অংশ নেওয়ার নিয়ম নেই। তাই বাংলাদেশের চার প্রতিযোগী চারটি আন্তর্জাতিক দলের সঙ্গে যুক্ত হয়ে এই প্রতিযোগিতায় অংশ নেন এবং প্রজেক্ট সাবমিট করেন।

১ সেপ্টেম্বর থেকে মাসব্যাপী সারা বিশ্বের শিক্ষার্থীরা প্রজেক্ট সাবমিট করে। আয়োজক কমিটি সে সব প্রজেক্ট যাচাই-বাছাই করে ২০ ডিসেম্বর, রবিবার ফল ঘোষণা করে। সেই ঘোষণা থেকেই নিশ্চিত হয় বাংলাদেশের তিনজনের পুরস্কার প্রাপ্তির খবর।

বাংলাদেশের পক্ষে এ অনুষ্ঠানের আয়োজক ছিল বাংলাদেশ জীববিজ্ঞান অলিম্পিয়াড কমিটি এবং সমকাল। বিশেষ সহযোগী কথাপ্রকাশ, কারিগরি সহযোগী ল্যাব বাংলা এবং প্রশিক্ষণ সহযোগী ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি।