জ্যোতির্বিদ এফ আর সরকারের জীবনাবসান

এ এফ সরকারছবি: বিজ্ঞানচিন্তা

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন জ্যোতির্বিদ ফজলুর রহমান সরকার (এফ আর সরকার)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার সকালে মিরপুরের নিজের বাসায় হৃদরোগে আক্রান্ত হন এফ আর সরকার। হাসপাতালে নেওয়ার পথে সকাল দশটায় মারা যান তিনি।

বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সভাপতি ড. রেজাউর রহমান শোক প্রকাশ করে বলেন, ‘ফজলুর রহমান সরকার বিজ্ঞানের ছাত্র না হয়েও বাংলাদেশে জ্যোতির্বিজ্ঞানের প্রচার ও জনপ্রিয়করণে একজন প্রধান উদ্যোক্তা ছিলেন। বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন তিনি। তাঁর উৎসাহ-উদ্দীপনায় তাঁর বাড়ি এনায়েতপুরসহ সারা দেশে জ্যোতির্বিজ্ঞান যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছে। তাঁর মৃত্যুতে আমরা একজন প্রজ্ঞাবান জ্যোতির্বিজ্ঞানীকে হারালাম। আমরা তাঁর আত্মার শান্তি কামনা করি।’

এফ আর সরকার ছিলেন বাংলাদেশে জ্যোতির্বিদ্যাচর্চার প্রাণপুরুষ। মৃত্যুর আগমুহূর্তেও ছিলেন বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট। তিনি জাতিসংঘেরে ওয়ার্ল্ড স্পেস উইক অ্যাসোসিয়েশনের পরিচালনা পরিষদের সদস্য ছিলেন। একই পরিষদের বাংলাদেশের জাতীয় সমন্বয়কও ছিলেন তিনি। এফ আর সরকার জাপান মহাকাশ সংস্থা জাক্সা পরিচালিত এশিয়া-প্যাসিফিক রিজিওনাল স্পেস এজেন্সি ফোরামের স্পেস এডুকেশন ও অ্যাওয়ারনেস ওয়ার্কিং গ্রুপেরও সদস্য ছিলেন। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যাবিষয়ক প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেছেন। তাঁর হাত ধরেই এদেশে গড়ে উঠেছে একটা মহাকাশপ্রেমী তরুণ প্রজন্ম।

বিজ্ঞানচিন্তার আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পে ড. রেজাউর রহমান (সর্ব বামে), অধ্যাপক ফারসীম মান্নান মোহাম্মদী (বিনোকুলার হাতে) ও বিজ্ঞানচিন্তার নির্বাহী সম্পাদক আবুল বাসারের সঙ্গে এফ আর সরকার (নীল জ্যাকেট পরিহিত)
ছবি: বিজ্ঞানচিন্তা

এফ আর সরকার প্রথম বাংলাদেশি হিসেবে জিরো গ্র্যাভিটির অভিজ্ঞতা লাভ করেন। ২০০৮ সালে ২৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লাস ভেগাস থেকে জিরো গ্র্যাভিটি ফ্লাইটে উড্ডয়ন করেন।

দেশে-বিদেশে অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন এফ আর সরকার। এর মধ্যে এশিয়া-প্যাসিফিক স্পেস এজেন্সি ফোরাম-এর APRSAF অ্যাওয়ার্ড উল্লেখযাগ্য। মহাকাশবিষয়ক কার্যক্রমে ব্যতিক্রমধর্মী এবং অসামান্য অবদানের জন্য ২০১২ সালের ৫ ডিসেম্বর এই পুরস্কার লাভ করেন তিনি।

প্রথম বাংলাদেশি হিসেবে জিরো গ্র্যাভিটির অভিজ্ঞতা লাভ করেন এফ আর সরকার

বিজ্ঞান সংগঠক হিসেবেও তিনি ছিলেন অগ্রগণ্য। দেড় দশক ধরে তিনি জন্মস্থান সিরাজগঞ্জের এনায়েতপুরে বিশ্ব মহাকাশ সপ্তাহ উদযাপন করেছেন, আয়োজন করেছেন মহাকাশবিষয়ক মতবিনিময় সভার। বাংলাদেশে স্বীকৃত কোনো মহাকাশ গবেষণা কেন্দ্র নেই, তাই নিজের খরচে নিজের জন্মভূমিতে প্রতিষ্ঠা করেছেন ‘মহাকাশ ভবন’ নামে একটি মহাকাশ জাদুঘর।

মৃত্যুকালে অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয় স্বজন রেখে গেছেন। পুরো বাংলাদেশের জন্য রেখে গেছেন মহাকাশ জয়ের স্বপ্ন। তাঁর মৃত্যুতে বিজ্ঞানচিন্তা ও প্রথম আলো পরিবার গভীরভাবে শোকাহত।