বিজ্ঞান আছে, চিন্তা কী

দেখতে দেখতে তোমার পথচলার দুই বছর পূর্ণ হলো। ২০১৬ সালের ১৫ অক্টোবর থেকে তোমার যাত্রা শুরু। দুই বছর পূর্তির অনেক অনেক শুভেচ্ছা তোমাকে। আশা করি, তুমি বাংলাদেশের মানুষের মধ্যে বিজ্ঞানকে এভাবেই জনপ্রিয় করে যাবে। বাংলাদেশের তরুণসমাজকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে সাহায্য করবে। তবে তোমার কাছে আমার আবেদন। বিজ্ঞানচিন্তার একখানা ‘ভূতসংখ্যা’ বের করার জন্য। তাতে বৈজ্ঞানিক ব্যাখ্যা দিয়ে ভূতের ব্যাপারটার মীমাংসা করা হোক। আমার আশঙ্কা, অনেকে বলবে এমন অবৈজ্ঞানিক বিষয় নিয়ে লেখার কী দরকার। তবে কুসংস্কার দূর করার জন্যই তো বিজ্ঞান। বিজ্ঞান যদি কুসংস্কার দূর না করে, তাহলে কে করবে? আমাদের তো একটাই কথা ‘বিজ্ঞান আছে, চিন্তা কী?’

জুহারের আক্তার, রাজশাহী শিক্ষা বোর্ড মডেল কলেজ, রাজশাহী