প্রিয় বিজ্ঞানচিন্তা

আমি বিজ্ঞানচিন্তার নতুন পাঠক। আমি চার মাস ধরে বিজ্ঞানচিন্তা পড়ি। আমি নিয়মিত কিশোর আলো পড়ি। কিশোর আলো কিনতে গিয়েই আমার বিজ্ঞানচিন্তা চোখে পড়ে। বিজ্ঞানচিন্তা পড়ার পর আমার বিজ্ঞানের জন্য একটি আলাদা আগ্রহ তৈরি হয়েছে। এখন বিজ্ঞান আমার একটি প্রিয় বিষয়। এ পর্যন্ত আমি বিজ্ঞানচিন্তার যে কয়টি সংখ্যা পড়েছি, সবগুলো আমার কাছে অসাধারণ লেগেছে। প্রতি মাসের ১৫ তারিখ বিজ্ঞানচিন্তা হাতে পাওয়ার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করি। আশা করি তুমি এভাবে আমার এবং হাজারো বিজ্ঞান পিপাসুদের জীবনে আলোড়ন সৃষ্টি করে যাও। বিজ্ঞানচিন্তায় মনোবিজ্ঞান নিয়ে ফিচার ছাপালে উপকৃত হবে। সবশেষে বিজ্ঞানচিন্তাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা রইল আরও আলোড়ন সৃষ্টি করার জন্য।

ফাহমিদা ইসলাম, অষ্টম শ্রেণি, নাসিরাবাদ বালিকা উচ্চবিদ্যালয়, ময়মনসিংহ