প্যারালাল ইউনিভার্স নিয়ে সংখ্যা চাই

গত মাসের সংখ্যাটা দেখে আমি তো একেবারে চমকে উঠেছি। না না, ভয়ে নয়, একেবারে খুশিতে চমকে ওঠা যাকে বলে। পৃথিবীতে যে বিষয়গুলো নিয়ে গুজব সৃষ্টি হয়, সেগুলোই আমাদের আগ্রহ ও কৌতূহলের কেন্দ্রবিন্দুতে থাকে। আর তাই বারমুডা ট্রায়াঙ্গল, পিরামিড, প্ল্যানচেট ও এলিয়েনের মতো বিষয়ে মানুষ জানতে চায় বেশি। সম্প্রতি তুমি এলিয়েন ও পিরামিড নিয়ে সংখ্যা প্রকাশ করে আমাদের মতো বিজ্ঞানপ্রেমীদের কিছুটা হলেও কৌতূহল মিটিয়েছ। তাই তোমাকে অসংখ্য ‘ধন্যবাদ’। আশা করি, খুব দ্রুতই তুমি প্ল্যানচেট, বারমুডা ট্রায়াঙ্গল বা প্যারালাল ইউনিভার্সের মতো কৌতূহলব্যঞ্জক বিষয়গুলো নিয়ে সংখ্যা ছাপাবে। সেই আশায়...

জিয়াদ হোসেন, এসএসসি পরীক্ষার্থী-২০২২, বেলফুলিয়া ইসলামিয়া উচ্চবিদ্যালয়, রূপসা, খুলনা