বিজ্ঞানচিন্তার জন্য ভালোবাসা

গত বছরের আগস্ট মাসে কলেজের এক শিক্ষকের কাছে বিজ্ঞানচিন্তা সম্পর্কে জানতে পারি। এরপর থেকেই আমি নিয়মিত এই ম্যাগাজিন পড়ি। প্রতিটি সংখ্যায় মলাট কাহিনিতে, কৌতূহলোদ্দীপক ও বিজ্ঞাননির্ভর বিষয় ছাপানো হয়, এগুলো আমার খুব ভালো লাগে। বিজ্ঞানচিন্তার প্রতি আমার আকর্ষণ ও ভালোবাসা দিন দিন বাড়ছে। কম্পিউটার সায়েন্স সম্পর্কে নিয়মিত বিভাগ চালু করার অনুরোধ রইল। বিজ্ঞানচিন্তা ও এর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

ফারজানা আক্তার, কলারোয়া সরকারি কলেজ, সাতক্ষীরা