নতুন চিন্তার খোরাক

এসএসসি পরীক্ষা শেষ করে শহরে এলাম। এদিক-ওদিক ঘুরছি আর বিজ্ঞান বিষয়ক যত বই পাই সংগ্রহ করছি। বহদ্দার হাটের হকারের বই-পত্রিকার একটি স্টলের দিকে নজর পড়ল। সেখানে একটা ম্যাগাজিন রয়েছে। ম্যাগাজিনের নাম বিজ্ঞানচিন্তা দেখে আমি তো বিস্মিত। প্রথমে ভেবেছিলাম, ম্যাগাজিনটি হয়তো বিজ্ঞানীদের মতো চিন্তা-ভাবনা করতে শেখাবে। কিন্তু পাতা খুলেই দেখি মহাবিশ্ব নিয়ে আমার ভাবনার চেয়ে আরো বেশি অভাবনীয় প্রবন্ধ লেখা হয়েছে। কল্পনায়ও ছিলো না, বিজ্ঞান বিষয়ক এতো ভাল ম্যাগাজিন বাংলাদেশে প্রকাশিত হয়। অবশেষে পেয়ে গেলাম আকাঙ্ক্ষিত ম্যাগাজিন। হয়ে গেলাম চির দিনের নিয়মিত পাঠক। সত্যি বলতে কি, এটি এমন একটি ম্যাগাজিন যার প্রতিটি লাইন নতুন চিন্তার খোরাক জোগায়। বিজ্ঞানচিন্তা নিঃসন্দেহে তরুণ সমাজকে বিজ্ঞানের প্রতি আকৃষ্ট করবে। যেকোন বিভাগের ছাত্রদেরই বিজ্ঞানচিন্তা সহায়তা করবে বিজ্ঞানের রহস্য বুঝতে। নতুনভাবে বিজ্ঞানকে জানার সুযোগ করে দেওয়ার জন্য বিজ্ঞানচিন্তাকে আন্তরিক অভিনন্দন।

চিঠিটি পাঠিয়েছেন কক্সবাজারের ধূরুং আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থী মুহাম্মদ মুজিবুর রহমান