প্রিয় বিজ্ঞানচিন্তা

তুমি কেমন আছো? আমার মনে হয়, তুমি বেশ ভালো আছো। কারণ, তোমার মস্তিষ্কে সবকিছু থাকে একদম সাদা। কথাটা এই জন্য বললাম যে তুমি বিশ্বের সবকিছুকে যুক্তি দ্বারা প্রকাশ করো। তুমি বাস্তববাদী আর প্রচুর জ্ঞানপিপাসু। এই কারণেই আমি তোমাকে খুব ভালোবাসি। আর হ্যাঁ, এই মহাবিশ্বে ঠিক যতগুলো নক্ষত্র আছে, তার থেকে একটা বেশি ধন্যবাদ জানাই তোমাকে। কারণ, তুমি আমাদের সবার মাঝে তোমার জানা জ্ঞান ছড়িয়ে দাও। ফলে আমরা বিজ্ঞানমনস্ক জাতি হিসেবে গড়ে উঠছি। তাই—এই বিশাল বড় ধন্যবাদ। আমার মতে, তোমার আর আমার মধ্যে একটা বড় মিল আছে। কি জানো? তুমি আর আমি দুজনেই বিজ্ঞানকে অসম্ভব ভালোবাসি। তবে আমার একটা আবদার ছিল। তা হলো কম্পিউটার ভাষা বা প্রোগ্রামিং নিয়ে একটা সংখ্যা বের করলে কেমন হয় বলো তো? আশা করি, বেশ উপকার হবে।

অনন্যা সাহা, অষ্টম শ্রেণি, আট্টাবন কে. আলী পাইলট মাধ্যমিক বিদ্যালয়, ফকিরহাট, বাগেরহাট