আইনস্টাইন-হকিং সংখ্যা চাই

আমি বিজ্ঞানচিন্তার নিয়মিত একজন পাঠক। নিঃসন্দেহে বলতে পারি, বিজ্ঞানচিন্তা বাংলাদেশের এক নম্বর বিজ্ঞানবিষয়ক ম্যাগাজিন। বিজ্ঞানচিন্তার প্রতিটি ফিচার খুবই মজার এবং তথ্যপূর্ণ। তবে আমার একটা অনুরোধ আছে। মার্চ মাসের ১৪ তারিখ উপলক্ষে বিশেষ একটা সংখ্যা বের করা হোক। এদিন পাই দিবস, আইনস্টাইনের জন্মদিন ও স্টিফেন হকিংয়ের মৃত্যুদিন। এ তিনটি বিষয় নিয়ে একটা সংখ্যা বের করলে আমাদের মতো বিজ্ঞানপ্রেমীরা উপকৃত হবে। সবশেষে একটি কথাই বলতে চাই—বিজ্ঞানের জয় হোক, জয় হোক বিজ্ঞানচিন্তার।

তানিম আহমেদ, দশম শ্রেণি, গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়, পটুয়াখালী

*লেখাটি ২০২০ সালের মার্চ সংখ্যায় প্রকাশিত