কৃষিবিষয়ক লেখা ভালো লাগে

আমি বিজ্ঞানচিন্তার একজন নিয়মিত পাঠক। আমাদের রাজীব স্মৃতি পাঠাগারে বিজ্ঞানচিন্তা ও কিশোর আলোর প্রায় সব কটি সংখ্যা সংরক্ষিত আছে। বিজ্ঞানচিন্তা চমত্কার একটি ম্যাগাজিন। অন্যান্য লেখার সঙ্গে কৃষিবিষয়ক লেখাগুলো আগ্রহ নিয়ে পড়ছি। বিজ্ঞানচিন্তার একটি সংখ্যায় ‘এসভারবার্দ বৈশ্বিক বীজ সংরক্ষণাগার মানবজাতির জীবনবিমা’ খুব ভালো লেগেছে। ভবিষ্যতে এ ধরনের লেখার সঙ্গে সবুজ বিপ্লবের জনক সম্পর্কে লেখা চাই।

আনিসুল আলম নাহিদ, সম্পাদক, চাষাবাদ, দেওয়ান বাজার গহরপুর, সিলেট