ছয়টি সংখ্যার যোগফল প্রসঙ্গে

বিজ্ঞানচিন্তার একটি সংখ্যা পড়েছিলাম, চার ডিজিটের প্রথম ও দ্বিতীয় সংখ্যার প্রথম অঙ্কদ্বয়ের যোগফল ৯ হতে হবে। এ ক্ষেত্রে প্রথম সংখ্যার প্রথম অঙ্ক ৯ হলে, নিয়মানুসারে দ্বিতীয় সংখ্যার প্রথম অঙ্ক হবে ০ (শূন্য)। যা মূলত তিন ডিজিটের সংখ্যা হবে। যেমন: প্রথম সংখ্যা ৯১৪৯ হলে দ্বিতীয় সংখ্যা নিয়মানুসারে হবে ০৯৫১, যাকে তিন ডিজিটের সংখ্যা হিসেবেই লেখা হয়। সে ক্ষেত্রে কী করব?

এই প্রশ্নের উত্তরে বলব, যদি আমার বন্ধুর লেখা চার ডিজিটের প্রথম অঙ্কটি ৯ হয়, তাহলে এর নিচে আমার লেখায় ০ লিখতে পারি, অথবা না লেখাই ভালো, সে ক্ষেত্রে আমার সংখ্যাটি হবে তিন ডিজিটের। আমার লেখার শুরুতেই বলেছি, বন্ধুর চার ডিজিটের সংখ্যার নিচে ‘আমি চট করে একটি সংখ্যা লিখব।’ সেটি যে চার ডিজিটের হতেই হবে তা নয়। অবশ্য পরের লাইনের ক্ষেত্রে ‘চার ডিজিটের সংখ্যা’ লেখার কথা বলেছি। সেখানে ডিজিটের সংখ্যা উল্লেখ না করলেই ভালো হতো।

আব্দুল কাইয়ুম, সম্পাদক, বিজ্ঞানচিন্তা