হাতে বানাই ইলেকট্রোস্কোপ

যা যা লাগবে ১. অ্যালুমিনিয়াম ফয়েল ২. কাচের জার ৩. সাইকেলের স্পোক ৪. কাঁচি ৫. গ্লু গান ৬. এনটি কাটার ৭. ডাকটেপ ৮. প্লাস্টিকের কলম

চার্জ দুই ধরনের। ধনাত্মক আর ঋণাত্মক। কোেনা পরমাণুতে এই দুই চার্জের ব্যবধান ঘটে ইলেকট্রন আর প্রোটনকণার বাড়া–কমার জন্য। কিন্তু এই ইলেকট্রন–প্রোটন কোথায় থাকে? থাকলে আদৌ আমরা এগুলোর অস্তিত্ব বুঝতে পারব?

এমন চার্জ কণাগুলোর অস্তিত্ব বোঝার জন্য বিজ্ঞানীরা এক বিশেষ যন্ত্র ব্যবহার করেন, যার নাম ইলেকট্রোস্কোপ। হাতের কাছে থাকা সাধারণ কিছু উপকরণ ব্যবহার করেই ইলেকট্রোস্কোপ বানানো সম্ভব; যা দিয়ে সহজেই চার্জিত কণার উপস্থিতি বোঝা যায়।