আলোর কণার সাপেক্ষে অন্য কণার কী ধরনের পরিবর্তন হয়?

প্রশ্ন :

থিওরি অব রিলেটিভিটি অনুসারে গতিশীল বস্তুর জন্য দৈর্ঘ্যের সংকোচন ঘটে। আলোকের সাপেক্ষে আলোকের জন্য কি এসব ধর্ম ঘটে? আলোর কণার সাপেক্ষে অন্য কণার কী ধরনের পরিবর্তন হয়?

আলোকে একটি বস্তু হিসেবে চিন্তা করা ঠিক নয়। তাই এই প্রশ্নটাও ঠিক নয়। তবে চলমান পর্যবেক্ষকের কাছে আলোর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তিত ঠেকে এবং ফলাফলে তার রংও ভিন্ন ঠেকে। এভাবেই তো হাবল মহাবিশ্বের প্রসারণ আবিষ্কার করেছিলেন। আর মৌলিক কণাগুলোকে আমরা বিন্দু হিসেবে চিন্তা করি, তাই তার আকার বদলানোর প্রশ্নই ওঠে না। কিন্তু কণাগুলোর মাঝের দূরত্বগুলোর সংকোচন ঘটলে বস্তুরও সংকোচন ঘটে।

মো. সাফিতুল হাসান, চট্টগ্রাম সরকারি উচ্চবিদ্যালয়