সায়েন্টিফিক এক্সপিডিশন

একদল বিজ্ঞানী যাবেন একটি জটিল সায়েন্টিফিক এক্সপিডিশনে। এখন তাদের একজন ভালো ফটোগ্রাফার দরকার। যিনি সায়েন্টিফিক ফটোগ্রাফিতে এক্সপার্ট। পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হলো। তিনজন ফটোগ্রাফার এলেন ইন্টারভিউ দিতে। বিজ্ঞানী দলের দলনেতা ইন্টারভিউ নিচ্ছেন, প্রথম প্রার্থী—

- আপনি তাহলে সায়েন্স ইন্সপায়ার্ড ফটোগ্রাফার?

- জি, তা বলতে পারেন।

- আচ্ছা, ধরুন, আমাদের সায়েন্টিফিক এক্সপিডিশনে একটা দুর্গম জঙ্গলে আমরা একটা বিশেষ প্রজাতির বাদুড়ের সন্ধান পেলাম, এখন তার একটা চমত্কার ছবি তুলতে হবে। আপনি কোন কামেরা ব্যবহার করবেন?

- কেন, পিনহোল ক্যামেরা।

- মানে? পিনহোল ক্যামেরা তো প্রিমিটিভ যুগের খেলনা ক্যামেরা, যাতে ছবি উল্টো দেখা যায়।

- জি, বাদুড় যেহেতু উল্টো হয়ে ঝোলে, তাকে সোজা করে দেখার জন্য পিনহোল ক্যামেরাই সেরা।

- আপনি আসুন।

তার মানে, প্রথমজন বাদ হয়ে গেলেন। এবার দ্বিতীয়জন এলেন।

- আপনি সায়েন্টিফিক ফটোগ্রাফি করেন?

- জি।

- আচ্ছা, ধরুন, আমরা একটি নৌকায় করে প্রচণ্ড খরস্রোতা নদী দিয়ে যাচ্ছি। হঠাৎ আমাদের একজন বিজ্ঞানী পানিতে পড়ে গেলেন। আপনি কী করবেন?

- বিজ্ঞানী নারী হলে আমি সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়ব। আর পুরুষ হলে লাইফবয়টা ছুড়ে দেব ওর দিকে।

- আপনি আসুন। তার মানে, দ্বিতীয়জনও বাদ। এবার এলেন শেষ প্রার্থী, মানে তৃতীয়জন।

- আপনি তাহলে সায়েন্টিফিক ফটোগ্রাফি করেন?

- জি।

যিনি পানিতে পড়েছেন, তিনি নারী বা পুরুষ যে–ই হোন, আমি সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ব।

- আচ্ছা, ধরুন, আমরা একটি নৌকায় করে প্রচণ্ড খরস্রোতা নদী দিয়ে যাচ্ছি। হঠাৎ আমাদের একজন বিজ্ঞানী পানিতে পড়ে গেলেন এবং ‘বাঁচাও বাঁচাও’ বলে চিত্কার করতে লাগলেন, আপনি তখন কী করবেন?

- যিনি পানিতে পড়েছেন, তিনি নারী বা পুরুষ যে–ই হোন, আমি সঙ্গে সঙ্গে পানিতে ঝাঁপিয়ে পড়ব। তারপর তাকে উদ্ধার করে নৌকায় তুলব।

- উফ্...আমি জানতে চাচ্ছি, আপনি কোন লেন্স ব্যবহার করে ডুবে যাওয়া বিজ্ঞানীর শেষ ছবিটি তুলবেন?

-

বলা বাহুল্য, বিজ্ঞানীর দলটি সে–যাত্রায় ফটোগ্রাফার ছাড়াই সায়েন্টিফিক এক্সপিডিশনে গিয়েছিল।

লেখক: কার্টুনিস্ট, সম্পাদক, উন্মাদ