ঢাকায় তিন চন্দ্রবিজয়ী

দুপুর ১২টা ১৫ মিনিট। ঢাকা তেজগাঁও বিমানবন্দরের (পুরোনো বিমানবন্দর) মাটিতে অবতরণ করে ‘এয়ারফোর্স ওয়ান’। বিমান থেকে বেরিয়ে আসেন কালজয়ী তিন পুরুষ—নিল অলডেন আর্মস্ট্রং, এডউইন ইউজিন বাজ অলড্রিন ও মাইকেল কলিন্স। সঙ্গে ছিলেন তাঁদের সহধর্মিণীরা।

১৯৬৯ সালের ২০ জুলাই চন্দ্র বিজয় করেন তাঁরা। চাঁদের বুকে মানুষের এই যুগান্তকারী বিজয়কে সারা বিশ্বে ছড়িয়ে দিতে বিজয়ীদের নিয়ে বিশ্বভ্রমণের আয়োজন করে আমেরিকা, যার নাম দেওয়া হয় ‘প্রোজেক্ট জায়ান্ট স্টেপ’। ওই বছরেরই ২৯ সেপ্টেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত চলে এই আয়োজন। ৩৮ দিনে বিশ্বের ২৩টি দেশের ২৭টি শহরে যান তাঁরা, যেখানে ২২টি সংবাদ সম্মেলন ছাড়াও আনুমানিক ১০ কোটি মানুষের সঙ্গে দেখা হয় এই দলের।

তৎকালীন পাকিস্তান সরকার আমলেই দৈনিক পূর্বদেশ–এ ২ অক্টোবর প্রথম প্রকাশ পায় যে চন্দ্র বিজয়ীরা ২৭ অক্টোবর ঢাকা সফরে আসছেন, তাঁরা ঢাকায় এক রাত অবস্থান করে পরদিন ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন। এ খবরেই সারা দেশে হইচই পড়ে যায় এই চন্দ্র বিজয়ীদের সঙ্গে দেখা করার। ২৭ অক্টোবর স্ত্রীদের সঙ্গে নিয়ে ঢাকায় আসেন তাঁরা। নানা সংবর্ধনা, র‍্যালি ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে অজস্র মানুষের প্রাণঢালা শুভেচ্ছায় তাঁরা ফিরে যান। সেসব স্মৃতির কথাই ফুটে ওঠে এসব ছবির মধ্য দিয়ে।

২ / ৫
বিমানবন্দর থেকে বেরিয়ে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পৌঁছানোর রাস্তায় এভাবেই সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন চন্দ্র বিজয়ীরা।
৩ / ৫
চন্দ্র বিজয়ীদের ঢাকা আগমনে এমন মজাদার বিজ্ঞাপন প্রচার করে নাবিস্কো।
৪ / ৫
ঢাকা ইন্টারকন্টিনেন্টাল হোটেলে রেডিও, সংবাদপত্র ও টেলিভিশনের সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেন চন্দ্র বিজয়ীরা।
৫ / ৫
চন্দ্র বিজয়ীদের সংবর্ধনা দিতে রাস্তায় ঢল নামে মানুষের। স্কুল–কলেজের শিক্ষার্থীরা সারিবদ্ধভাবে স্বাগত জানায় তাঁদের।