ব্যবহারবিধি

পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন

  • ইন্টারনেট সংযোগ আছে এমন ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব) থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।
  • প্রশ্ন প্রণয়ন করা হবে বাংলায়।
  • প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য চারটি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরে সিলেক্ট করতে হবে।
  • কুইজে মোট ২০টি প্রশ্ন থাকবে। সময় ১৫ মিনিট।
  • কুইজ সাবমিট শেষে প্রোফাইলে ক্লিক করে আপনার স্কোর দেখতে পারবেন।
  • স্কোর একই হলে উত্তর প্রদানের ক্ষেত্রে সর্বনিম্ন সময় বিবেচনা করা হবে।

ফলাফল ঘোষণা

  • নভেম্বর মাসের বিজ্ঞানচিন্তা সংখ্যায়

পুরস্কার হিসেবে থাকছে

  • প্রথম পুরস্কার ৫ হাজার টাকার বই
  • দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকার বই
  • তৃতীয় পুরস্কার ২ হাজার টাকার বই
  • এছাড়া আরও ২০ জন পুরস্কার পাবেন।

অংশগ্রহণ পদ্ধতি

  • নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। এই ফরমে গিয়ে প্রথমেই নিজের ই-মেইল এবং নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ ডিজিট) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর বাকি তথ্যগুলো দিয়ে নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে।
  • সেই লিংকে ক্লিক করলে একটি ফরম আসবে। সেখানে আপনার নাম, লিঙ্গ, ঠিকানা, ইমেইল, ফোন, পেশা লিখে সাবমিট করে নিবন্ধন সম্পূর্ণ করতে হবে।
  • এরপর হোম পেজের কুইজ শুরু করুন বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবেন।

শর্তাবলি

  • কুইজ পদ্ধতি ও ফলাফল বিষয়ে বিজ্ঞানচিন্তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • নিবন্ধনের তথ্যসমূহ বিজ্ঞানচিন্তার নিকট সংরক্ষিত থাকবে।

বিশেষ সতর্কতা

  • কুইজ শুরু করার পর কুইজ শেষ না করা পর্যন্ত ব্রাউজারের অন্য কোনো ট্যাব ওপেন করা যাবে না। মানে, কুইজ চলাকালীন স্ক্রিন থেকে কোনোভাবে সরা যাবে না, মিনিমাইজ করা যাবে না।
  • যদি কেউ স্ক্রিন থেকে সরে যায় বা অন্য কোনো ট্যাব ওপেন করে, সে ক্ষেত্রে কুইজ ফরমটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে।
  • একজন একবারই কুইজে অংশগ্রহণ করতে পারবে। কেউ যদি একাধিকবার কুইজে অংশ নেয় অথবা কোনো অসদুপায় অবলম্বন করে, তবে তার ফলাফল বাতিল করা হবে।