কুইজের উত্তর দিন,

হাঁটি-হাঁটি পা-পা করে পাঁচ বছর পূর্ণ করল বিজ্ঞানচিন্তা। ছোট্ট কিন্তু গুরুত্বপূর্ণ এক মাইল ফলক। পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ পাঠকদের সঙ্গে ভাগাভাগি করতে প্রথমা ডট কমের সৌজন্যে আয়োজন করা হয়েছে বিশেষ এই কুইজের।

কুইজে অংশগ্রহণের জন্য সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। এই ফরমে গিয়ে প্রথমেই নিজের ই-মেইল এবং নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ ডিজিট) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর বাকি তথ্যগুলো দিয়ে নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে।

নিবন্ধনের তারিখ ও সময়

৭ অক্টোবর ২০২১ বিকেল ৪টা থেকে ১৭ অক্টোবর ২০২১ বেলা ৩টা পর্যন্ত

কুইজের তারিখ ও সময়

কুইজ শুরু হবে ১৭ অক্টোবর, রোববার, বেলা ৩টায়

পরীক্ষা পদ্ধতি ও প্রশ্ন

  • ইন্টারনেট সংযোগ আছে এমন ডিভাইস (মোবাইল/ল্যাপটপ/ডেস্কটপ/ট্যাব) থেকে কুইজে অংশগ্রহণ করা যাবে।
  • প্রশ্ন প্রণয়ন করা হবে বাংলায়।
  • প্রশ্ন হবে এমসিকিউ পদ্ধতিতে। প্রতিটি প্রশ্নের জন্য সম্ভাব্য চারটি অপশন দেওয়া থাকবে। সঠিক উত্তরে সিলেক্ট করতে হবে।
  • কুইজে মোট ২০টি প্রশ্ন থাকবে। সময় ১৫ মিনিট।
  • কুইজ সাবমিট শেষে প্রোফাইলে ক্লিক করে আপনার স্কোর দেখতে পারবেন।
  • স্কোর একই হলে উত্তর প্রদানের ক্ষেত্রে সর্বনিম্ন সময় বিবেচনা করা হবে।

ফলাফল ঘোষণা

  • নভেম্বর মাসের বিজ্ঞানচিন্তা সংখ্যায়

পুরস্কার হিসেবে থাকছে

  • প্রথম পুরস্কার ৫ হাজার টাকার বই
  • দ্বিতীয় পুরস্কার ৩ হাজার টাকার বই
  • তৃতীয় পুরস্কার ২ হাজার টাকার বই
  • এছাড়া আরও ২০ জন পুরস্কার পাবেন।

অংশগ্রহণ পদ্ধতি

  • নিবন্ধন লিংকে ক্লিক করলে নিবন্ধন ফরম আসবে। এই ফরমে গিয়ে প্রথমেই নিজের ই-মেইল এবং নিজের পছন্দমতো পাসওয়ার্ড (কমপক্ষে ৬ ডিজিট) দিয়ে সাবমিট করতে হবে। সাবমিট করার পর বাকি তথ্যগুলো দিয়ে নিজের প্রোফাইল সম্পন্ন করতে হবে।
  • এরপর হোম পেজের কুইজ শুরু করুন বাটনে ক্লিক করে কুইজে অংশ নিতে পারবেন।

শর্তাবলি

  • কুইজ পদ্ধতি ও ফলাফল বিষয়ে বিজ্ঞানচিন্তা কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে।
  • নিবন্ধনের তথ্যসমূহ বিজ্ঞানচিন্তার নিকট সংরক্ষিত থাকবে।

বিশেষ সতর্কতা

  • কুইজ শুরু করার পর কুইজ শেষ না করা পর্যন্ত ব্রাউজারের অন্য কোনো ট্যাব ওপেন করা যাবে না। মানে, কুইজ চলাকালীন স্ক্রিন থেকে কোনোভাবে সরা যাবে না, মিনিমাইজ করা যাবে না।
  • যদি কেউ স্ক্রিন থেকে সরে যায় বা অন্য কোনো ট্যাব ওপেন করে, সে ক্ষেত্রে কুইজ ফরমটি স্বয়ংক্রিয়ভাবে সাবমিট হয়ে যাবে।
  • একজন একবারই কুইজে অংশগ্রহণ করতে পারবে। কেউ যদি একাধিকবার কুইজে অংশ নেয় অথবা কোনো অসদুপায় অবলম্বন করে, তবে তার ফলাফল বাতিল করা হবে।