শূন্য

তোমার মেয়ে, তোমার ছেলে

পরীক্ষাতে শূন্য পেলে

চিত্কার এবং ধমক দিয়ে মাথায় তোলো বাড়ি

আমি এটার কারণ খুঁজি

শূন্যটা খুব খারাপ বুঝি?

খারাপ বলেই শূন্য পাওয়ায় সবারই মুখ হাঁড়ি?

শূন্য নিছক শূন্য তো না

শূন্য নিয়ে পড়াশোনা

না করাতেই শূন্য দেখে খারাপ মনে আসে।

প্রাচীন মিসর আমল থেকে

সংকেত বা প্রতীক এঁকে

শূন্য ব্যবহারের কথা লেখা ইতিহাসে।

শূন্য প্রতীক সাদাসিধে

ভারতীয় গণিতবিদে

প্রতীকটাকে সংখ্যা করে ছিল সবার আগে।

জায়গামতো শূন্য বসা

সহজ হলো অঙ্ক কষা

স্থানে স্থানে দশ গুণনে শূন্য কাজে লাগে।

এক-এর পরে শূন্য দিয়ে

দশ পেয়ে যাই সুরসুরিয়ে

আরেকখানা শূন্য বসাই—এক শ হয়ে গেল।

শূন্য অনেক রহস্যময়।

শূন্য মূলদ। মৌলিক নয়।

শূন্যটা কি জোড় না বিজোড়? পারলে বলে ফেলো!

বুঝলে বাবা! তোমার ছেলে

হয় না বোকা শূন্য পেলে

শূন্য পাওয়ার অর্থ তো নয় জীবন পুরোই মাটি

শূন্য পেলেও নেই তো ক্ষতি,

দেখো আমার বুদ্ধি অতি

জ্ঞানী বলেই শূন্য নিয়ে বইপত্র ঘাঁটি।

*লেখাটি ২০১৮ সালে বিজ্ঞানচিন্তার জানুয়ারি সংখ্যায় প্রকাশিত