জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড এবার অনলাইনে

বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (বিডিজেএসও ২০২০) এ বছর অনুষ্ঠিত হবে অনলাইনে। বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজকরা এ কথা জানিয়েছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। প্রাইমারি (তৃতীয় থেকে পঞ্চম), জুনিয়র (ষষ্ঠ থেকে অষ্টম), সেকেন্ডারি (নবম ও দশম) ও বিশেষ (একাদশ ও দ্বাদশ, ১ জানুয়ারি ২০০৫-এর পর যাদের জন্ম)। এবারের বিডিজেএসওতে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা পরের বছরের আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড বা আইজেএসওর জন্য নিজেকে এগিয়ে রাখতে পারবে।

চলতি বছর আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড (আইজেএসও) হওয়ার কথা ছিল জার্মার্নিতে। বিশ্ব কোভিড পরিস্থিতির কারণে তা বাতিল ঘোষণা করা হয়। তবে বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড আয়োজকরা জানায়, বিশেষ পরিস্থিতির কারণে চলতি বছর অনলাইনে আইজেএসও অনুষ্ঠিত হতে পারে। সে কারণে শিক্ষার্থীদের প্রস্তুতি ধারাবাহিক ও নিরবচ্ছিন্ন রাখতে এবারের বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে অনলাইনে। এ ব্যাপারে শিগগিরই ঘোষণা দেওয়া হবে।

আয়োজকরা জানায়, যাদের জন্ম ১ জানুয়ারি ২০০৫ সালের পরে তারা ৬ষ্ঠ বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নিতে পারবে। আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের বাংলাদেশ দল প্রেরণের লক্ষ্যে প্রতিবছর অনুষ্ঠিত হয় বাংলাদেশ জুনিয়র সায়েন্স অলিম্পিয়াড।

বিডিজেএসওর আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি এবং বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন। অনলাইন সকল তথ্য জানানো বিডিজেএসওর ওয়েবসাইট bdjso.org ও ফেসবুক পেইজ facebook.com/bdjso