>

জেমস ওয়েবের নতুন ছবিতে বর্ণিল মহাবিশ্ব

মহাকাশ

বিজ্ঞানচিন্তা প্রতিবেদক

রো অফিউচি ক্লাউড কমপ্লেক্স। জেমস ওয়েবের প্রথম বর্ষপূর্তি উপলক্ষ্যে বর্ণিল এ ছবিটি তোলা হয়েছে। পৃথিবীর নিকটস্থ নক্ষত্রের এ আঁতুড়ঘর মাত্র ৩৯০ আলোকবর্ষ দূরে।

প্রায় ১ হাজার আলোকবর্ষ দূরে নতুন জন্মানো একটি তারা থেকে ছিটকে বেরোতে দেখা যাচ্ছে শক্তিশালী গ্যাসের জেট। ছবিটি ২০২৩ সালের সেপ্টেম্বরে তোলা।

২০২৩ সালের অক্টোবরে ক্র্যাব নেবুলার এই অনিন্দ্য সুন্দর ছবিটি তুলেছে জেমস ওয়েব নভোদুরবিন।

ক্যাসিওপিয়া এ। ২০২৩ সালের ডিসেম্বরে তোলা এ ছবিতে চারটি জায়গা চিহ্নিত করা আছে। কোথাও দেখা যাচ্ছে পাকানো গ্যাস, কোথাও আয়নিত গ্যাস, কোথাও-বা বর্ণিল আলোর ঝলক।

হর্সহেড নেবুলার ওপরের অংশ। চলতি বছরের এপ্রিলে ছবিটি তুলেছে জেমস ওয়েব।

এনজিসি ৬০৪। ট্রায়াঙ্গুলাম গ্যালাক্সির একটু নক্ষত্রের আঁতুড়ঘর। জেমস ওয়েব নভোদুরবিন চলতি বছরের মার্চে ছবিটি তুলেছে।

আইসি ৩৪৮। ১, ২ ও ৩ চিহ্নিত স্থানে দেখা যাচ্ছে বাদামি বামন নক্ষত্র। ১  চিহ্নিত স্থানে রয়েছে এরকম দুটি নক্ষত্র, আর বাকি দুটি স্থানে আছে একটি করে নক্ষত্র। পৃথিবী থেকে ১ হাজার আলোকবর্ষ দূরের এই বামন নক্ষত্রদের বয়স মাত্র ৫০ লাখ বছরের মতো।