বয়স বাড়লে ধীরে ধীরে মাথায় টাক পড়তে দেখা যায়। এটা স্বাভাবিক বলে ধরে নেওয়া হয়। একজন মানুষের মাথায় গড়ে প্রায় এক লাখ চুল থাকে। এক হিসাবে জানা যায়, প্রতিদিন প্রায় ৬২টি চুল ঝরে পড়ে, আবার প্রায় সমপরিমাণ নতুন চুল মাথায় তৈরি হয়। এটাই স্বাভাবিক। সুতরাং কারও মাথায় চট করে টাক পড়ে না। অবশ্য অসুস্থতা বা মানসিক কোনো কারণে অল্প বয়সে কারও মাথায় টাক পড়তে পারে। চুল পড়ে চট করে কিন্তু নতুন চুল ধীরে ধীরে বড় হয়। সাধারণত ২০ থেকে ২৫ বছর বয়সী ছেলেদের মধ্যে গড়ে প্রতি ২০ জনের মধ্যে ১ জনের মাথায় টাক পড়ার প্রবণতা দেখা যায়। মেয়েদের মাথায় কম টাক পড়ে কেন? বংশধারায় টাক পড়তে পারে। অবশ্য অন্য কিছু কারণও রয়েছে। অনেক বিশেষজ্ঞ মনে করেন জেনেটিক কারণ ছাড়াও অন্য কারণ থাকতে পারে। চুল ছাঁটার কারণে যদি মাথার চুলের কোনো অংশের ফলিকলগুলো ক্ষতিগ্রস্ত হয়, তাহলে ধীরে ধীরে টাক পড়তে পারে। চিন্তাশীল, সামাজিক গবেষণা ও জ্ঞানচর্চা যাঁরা করেন, তাঁদের কারও কারও মাথায় টাক পড়তে দেখা যায়। তাঁরা সর্বমহলে সমাদৃত। তবে বয়স্কদের মাথায় টাক পড়তে পারে বলে ধরে নেওয়া হয়।
