দুর্বার হাঁচি

একবার হাঁচি দিলে নাক-মুখ থেকে মিউকাসের হাজারো ড্রপলেট বাতাসে ছড়িয়ে পড়ে। মিউকাস হলো শ্লেষ্মা, চটচটে পদার্থ। হাইওয়ের দুরন্ত গতির গাড়ির চেয়েও দুর্বার এই ড্রপলেটগুলো। সুতরাং সাবধান!

শ্বাসের সঙ্গে পোলেন বা পরাগরেণু, ধুলা বা ব্যাকটেরিয়ার মতো খুদে কিছু টেনে নিলে আমাদের নাক মহারাজ বড় বিরক্ত হন। খবর পৌঁছে যায় মস্তিষ্কে। সঙ্গে সঙ্গে হুকুম আসে, বের করে দাও অনিমন্ত্রিত অতিথিকে। আর হা...হা...হাচ্চু বলে গগনবিদারী হাঁচি দিই আমরা। মিউকাসের ড্রপলেটের সঙ্গে বেরিয়ে যায় উত্ত্যক্তকারী খুদে কণা। আমাদের শ্বসনতন্ত্রের সুস্বাস্থ্যের জন্য এটি একটি স্বয়ংক্রিয় প্রক্রিয়া।