ডাস্ট মাইট নামের কীটের দেখা মেলে আমাদের ঘরবাড়িতেই। অতিক্ষুদ্র এই প্রাণীগুলো যেখানে ধুলা পায়, সেখানেই বাস করতে পারে।
ডাস্ট মাইটের দেহ স্বচ্ছ। তাই এদের দেখা অনেকটা সানগ্লাসের ভেতর দিয়ে পৃথিবী দেখার মতো।
মাকড়সার মতোই এগুলোর পায়ের সংখ্যা ৮।
মানুষের ত্বকে প্রায় সময়ই মৃত কোষগুলো একত্রে গুচ্ছে পরিণত হয়। এই মৃত কোষের গুচ্ছ ডাস্ট মাইটদের প্রিয় খাবার।
ঘরে থাকা ধুলা পরিষ্কার করা হলে ওখানে বসবাসকারী ডাস্ট মাইটগুলো ঘণ্টাখানেকের জন্য বাতাসে ভেসে বেড়ায়। কর্মযজ্ঞ শেষে পরিস্থিতি শান্ত হলে নেমে আসে নিচে।
*চুলের গড়নের অংশগুলোকে বলা হয় সেটা। ডাস্ট মাইটের চোখ না থাকায় সেটা স্পর্শের মাধ্যমে খাবার খুঁজতে সাহায্য করে।
*ডাস্ট মাইটের দৈর্ঘ্য শূন্য দশমিক ২ থেকে শূন্য দশমিক ৩ মিমি। ফলে এদের খালি চোখে দেখা অসম্ভব। প্রাণীটির স্বচ্ছ দেহ কাজটাকে করে তোলে আরও কঠিন। একেকটি ডাস্ট মাইট বালুকণার চেয়েও ক্ষুদ্র।
সূত্র: অ্যানিমেল প্ল্যানেট