গাছের পাতা সবুজ হয় কেন

আমাদের চারপাশের বেশিরভাগ জিনিসই কোনো না কোনো রং ধারণ করে। এ বিচিত্র রঙের কারণে আমাদের চোখে পৃথিবী রঙিন, সুন্দর। এসব রঙের জন্য আসলে দায়ী আলো। আলোর কারণেই আমরা বিভিন্ন বস্তুকে বিভিন্ন রঙে দেখতে পাই।

সূর্যের আলো এমনিতে সাদা মনে হলেও এ আলোতে মিশে আছে সাতটি রং। রংধনুতে এ রংগুলো আলাদাভাবে দেখা যায়। সংক্ষেপে ‘বেনীআসহকলা’ নামে পরিচিত এই সাত রংই প্রকৃতির মূল রং। ইলেকট্রনিক সিডি বা ডিভিডির উল্টো দিক আলোর দিকে ধরলেও এই সাত রং আলাদা দেখা যায়।

সাধারণভাবে বলা হয়, কোনো বস্তু থেকে প্রতিফলিত আলোই সেই বস্তুটির রং হিসেবে আমাদের চোখে ধরা পড়ে। যেমন ধরা যাক, কোনো বস্তুর রং নীল। তার মানে হলো, সেই বস্তুটি সূর্যের সাদা আলোর বাকি ছয়টি রং শুষে নেয়। শুধু নীল আলো প্রতিফলিত করে। এজন্য সেই বস্তু আমরা নীল রঙের দেখি। সে হিসেবে গাছের পাতা সবুজ, কারণ গাছের পাতায় সবুজ আলো প্রতিফলিত হয়। আর বাকি ছয় রঙের আলো পাতা শোষণ করে।

পাতাকে কেটে ছোট ছোট অংশে বিভক্ত করে তা অনুবীক্ষণ যন্ত্রের নিচে ধরলে আমাদের সামনে খুলে যাবে অন্য এক ভুবন। পাতার কোষে দেখা যাবে স্তুপাকৃতির ক্ষুদ্র ক্ষুদ্র কিছু অঙ্গাণু। এদের বলে ক্লোরোপ্লাস্ট। গাছের পাতায় প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট দেখতে পাওয়া যায়। পরীক্ষায় দেখা গেছে, একটি পাতার মাত্র এক বর্গমিটারে থাকে প্রায় ৫ লাখ ক্লোরোপ্লাস্ট। এই ক্লোরোপ্লাস্টের ভেতর থাকে ক্লোরোফিল নামের সবুজ রঙের এক উপাদান। মূলত এই ক্লোরোফিলের মাধ্যমে উদ্ভিদ সূর্যালোককে কাজে লাগিয়ে নিজের খাদ্য নিজেই তৈরি করে। উদ্ভিদের পাতা এবং সবুজ কাণ্ডে ছড়িয়ে আছে ক্লোরোফিল নামের সবুজ উপাদানটি। আর এই ক্লোরোফিলের কারণেই গাছ ও গাছের পাতা সবুজ।